ঝুম বৃষ্টি
Автор: SHAWON VIEW
Загружено: 2025-06-09
Просмотров: 700
Описание:
কাশে কালো মেঘের ঘনঘটা, বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুরুগুরু ডাক জানান দিচ্ছে এক পসলা ঝুম বৃষ্টির আগমনী বার্তা। মুহূর্তেই শুরু হয় ঝমঝম শব্দে বৃষ্টি। বড় বড় ফোঁটায় মাটি ভিজে ওঠে, চারদিকে ছড়িয়ে পড়ে এক স্নিগ্ধ মাটির সোঁদা গন্ধ। গাছপালা যেন নতুন জীবন ফিরে পায়, তাদের পাতায় জমে থাকা ধুলোবালি ধুয়েমুছে যায়, সবুজের আভা আরও গাঢ় হয়।
রাস্তার পিচঢালা পথ ভিজে চকচক করে, রিকশার হুড নামিয়ে প্যাডেল চালানো চালক দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে। ছাতা মাথায় পথচারীরা দ্রুত পা চালায়, আবার কেউ কেউ বৃষ্টির ছোঁয়া উপভোগ করতে মন্থর গতিতে হাঁটে। টিনের চালে বৃষ্টির অবিরাম পতনের শব্দ এক অদ্ভুত সুরের সৃষ্টি করে, যা মনকে শান্ত করে তোলে।
ঝুম বৃষ্টি শুধু প্রকৃতিকেই সতেজ করে না, আমাদের মনেও এক অন্যরকম অনুভূতি নিয়ে আসে। অলস দুপুরে জানালার পাশে বসে বৃষ্টির ধারা দেখতে দেখতে চা কিংবা কফির কাপে চুমুক দেওয়ার মজাই আলাদা। শৈশবের স্মৃতি মনে পড়ে যায় – কাগজের নৌকা ভাসানো, কাদা মাটির খেলায় মেতে ওঠা, কিংবা বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে বন্ধুদের সাথে ফুটবল খেলা।
এক পশলা ঝুম বৃষ্টি যেন জীবনের সব ক্লান্তি ধুয়েমুছে দিয়ে যায়, মনকে করে তোলে চনমনে। এই বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অপার সৌন্দর্য এবং তার নিজস্ব ছন্দে বয়ে চলার মাহাত্ম্য।
#বাংলাদেশ
#আমার_দেশ
#শুভ_সকাল_বাংলাদেশ (সকালের ট্রেন্ডিংয়ের জন্য)
#ঢাকা
#বাংলাদেশের_উন্নয়ন
#গণতন্ত্র_চাই
#সুশাসন
#দুর্নীতি_মুক্ত_বাংলাদেশ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: