আল্লাহ জানেন আপনি কতটা দুশ্চিন্তায় আছেন | রাতে যখন একা কাঁদেন আর মনে হয় আল্লাহ ভুলে গেছেন 😔 |
Автор: আলোর অঙ্গীকার BD
Загружено: 2026-01-20
Просмотров: 660
Описание:
আল্লাহ জানেন আপনি কতটা দুশ্চিন্তায় আছেন | রাতে যখন একা কাঁদেন আর মনে হয় আল্লাহ ভুলে গেছেন 😔 |
🤍 তুমি একা নও | আল্লাহ তোমার নীরব কষ্ট দেখছেন 🕊️
প্রিয় ভাই ও বোনেরা,
যদি আজ হঠাৎ করে এই ভিডিওটা তোমার সামনে এসে থাকে—কোনো প্লেলিস্টে ছিল না, খুঁজেও পাওনি—তাহলে জেনে রাখো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা বিশেষ মুহূর্ত।
যে কষ্ট তুমি কাউকে বলতে পারো না,
যে দুশ্চিন্তা রাতে ঘুম কেড়ে নেয়,
যে চাপা কান্না তুমি একা বিছানায় লুকিয়ে রাখো—
আল্লাহ সব দেখছেন। তিনি জানেন। তিনি শুনছেন।
এই ভিডিওতে আল্লাহর কাছ থেকে তোমার জন্য একটা সান্ত্বনার বার্তা আছে:
“তুমি একা নও। আমি তোমার সাথে আছি। আমি কাজ করছি।”
যারা দিনে হাসেন কিন্তু রাতে ভেঙে পড়েন,
যারা মনে মনে প্রশ্ন করেন—“আল্লাহ কি আমাকে ভুলে গেছেন?”
যারা দুশ্চিন্তায় ডুবে গিয়ে নিজেকে দোষ দেন—
এই ভিডিওটা শুধুই তোমাদের জন্য।
আল্লাহ তোমার চোখের পানি মুছে দেবেন। তোমার মন হালকা করবেন। খুব শিগগিরই তুমি হাসবে—এমন হাসি যে আজকের সব কষ্ট ভুলে যাবে।
🫶 যদি এই বার্তা তোমার হৃদয়ে লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে জানাও।
💬 কমেন্টে লিখে ফেলো—“আল্লাহু আকবার” বা “আমি একা নই”
🔄 যদি জানো কেউ এখন নীরবে কষ্ট করছে, তাহলে এই ভিডিওটা শেয়ার করো। আল্লাহ তোমার হাত দিয়ে আরেকজনের হৃদয়ে শান্তি পৌঁছাতে চান।
🔔 সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অন করে রাখো—যাতে এমন হৃদয়ছোঁয়া বার্তা আর কখনো মিস না হয়।
ISLAMICPAGE_TV
চ্যানেল লিংক👇
/ @islamicpage_tv-s4m
#তুমিএকানও #আল্লাহরবার্তা #নীরবকষ্ট #দুশ্চিন্তা #ইসলামিকমোটিভেশন #আল্লাহতোমাকেদেখছেন #হৃদয়ছোঁয়াবার্তা #ইসলামিকভিডিও #শান্তিরবার্তা #আলহামদুলিল্লাহ #আলোরঅঙ্গীকারbd
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🤲
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: