জোকের তেল লিঙ্গে মালিশ করলে কি হয়
Автор: homeopathic doctor 820
Загружено: 2025-08-03
Просмотров: 11
Описание:
দেশের ৯৯% লোক জোক দেখলে ভয় পায়।কিন্তু জানেন কি এর অনেক উপকারিতা ও আছে।চলুন বিস্তারিত জানি।
জোঁককে ভয় নয়, চিনে নিই ওর উপকারিতা।
বর্ষাকাল চলে আসছে। চলনবিলের মানুষজন এখন বিলের পানিতে নেমে ধান রোয়া, মাছ ধরা, নৌকা চালানো—এসব কাজে ব্যস্ত থাকবেন। আর পানিতে নামলেই আমাদের সবার মাথায় একটা চিন্তা—জোঁক ধরবে না তো!
কিন্তু জানেন কি, এই জোঁক আমাদের শরীরের জন্য অনেকভাবে উপকারী?
১.একটা জোঁক ২ থেকে ১৫ মিলি রক্ত শুষে নিতে পারে। আর সেই সঙ্গে ওর লালার মধ্যে থাকা উপাদান রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
২.জোঁকের লালা রক্ত জমাট বাঁধতে দেয় না। এতে শরীরের পচে যাওয়া বা দূষিত রক্ত সহজে বেরিয়ে যায়।
৩. রক্ত চলাচল ভালো হয়, নতুন রক্ত সেই জায়গায় আসে, ফলে ক্ষত বা ব্যথা সহজে সারে।
৪. জোঁকের লালায় থাকা কিছু উপাদান রক্তে শর্করার মাত্রাও কমাতে সাহায্য করে—ডায়াবেটিক রোগীদের জন্য এটা উপকারী।
৫.এমনকি বাত বা জয়েন্টের ব্যথায়ও কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় জোঁক দিলে রক্ত চলাচল বেড়ে ব্যথা কমে যায়।
তাই অকারণে ভয় না পেয়ে বরং জোঁককে একটা প্রাকৃতিক চিকিৎসা হিসেবেই দেখুন।
⛔⛔ জোঁক⛔⛔
একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার
রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে
এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে।
যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের
মতো কিছু উৎসেচক থাকে। যা রক্তের দূষণ দূর
করতে সাহায্য করে।
জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ । জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।
জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!
🌿 গোপন রোগের সমাধান এখন হাতের নাগালে! 🌿
আপনার গোপন রোগ, বাহ্যিক চর্মরোগ, বাতের ব্যথা বা রক্তসঞ্চালন সমস্যা?
Men’s Power জোঁকের তেল ব্যবহার করুন — ১০০% প্রাকৃতিক ও কার্যকর।
📌 উপকারিতা:
✅ বাতের ব্যথা কমাতে সহায়ক
✅ গোপন রোগের সমস্যা সমাধানে কার্যকর
✅ বাহ্যিক চর্মরোগ নিরাময়ে সহায়ক
✅ রক্তসঞ্চালন বৃদ্ধি করে দ্রুত আরাম দেয়
💡 কেন ব্যবহার করবেন?
এই তেল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি, যা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনাকে সুস্থতা ফিরিয়ে দেবে।
যুবক হোক কিংবা বৃদ্ধ শক্তি ফিরে পাওয়ার স্বপ্ন এখন বাস্তব!
কীভাবে তৈরি করবেন জোকের তৈল?
উপকরণঃ
১.জোক (জ্যান্ত রক্তচোষা) ৫-৬টি
২. নারিকেল - ১ টি
৩.রসুন – ৫-৬ কোয়া
৪.মেথি – ১ চা চামচ
৫.কালোজিরা – আধা চা চামচ
৬. হাতিসুর গাছের পাতার ( পরিমাণ মতো)
৭. কর্পুর - ১০ গ্রাম
৮. বাদামি তৈল বা সরিষার তেল- ৫০০ মিলি
প্রস্তুত প্রণালীঃ
১. প্রথমে জোক গুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।
২. একটি নারিকেল , জোক ৫-৬ টি নারিকেলের মুখ ছুটিয়ে ভরে রাখবেন ৫০ দিন । রসুন, মেথি, কালোজিরা, বাদামি তৈল, কর্পুল, হাতিসুর পাতার রস একসাথে সব ঢেলে দিন।
3. একটা পাত্রে হালকা আঁচে জ্বাল দিতে থাকুন
৪.জ্বাল হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে বোতলে সংগ্রহ করে রাখুন
কী কাজে আসে জোকের তৈল?
১.লিঙ্গের আগা মোটা গুরা চিকন
২. হস্তমৈথুনের ফলে পেনিস নরম হয়ে গেছে
৩. রগ ফুলে গেছে আঁকাবাকা চিকন হয়ে গেছে
৪.লিঙ্গ মোটা ও শক্ত করে
৫. হস্তমৈথুনের ফলে পেনিস ভিতর ডুকে গেছে
৬. নার্ভে রক্ত চলাচল বাড়ায়
৭. পুরুষাঙ্গের নরমভাব দূর করে
৮. দুর্বল যৌনজীবনকে শক্তিশালী করে।
ব্যবহারবিধি:
রাতের বেলা ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে
৫-৬ ফোটা তেল হতে নিয়া ২-৩ মিনিট মালিশ করবেন।
জোঁকের তেল বানানোর নিয়মঃ
এবার নারিকেলের খোসা ভালো করে ছাড়িয়ে নারিকেলের ভিতরের মালা থাকে এই অবস্থায় সামনের দিকটা একটু ভাল করে পরিষ্কার করুন দেখবেন নারিকেলের দুটি ছিদ্র রয়েছে।
ওই ছিদ্র দুটির মধ্যে পানি থাকা অবস্থায় জোঁকগুলি প্রবেশ করিয়ে ভাল করে কিছু আঠা দিয়ে লাগিয়ে দিন। মনে রাখতে হবে নারিকেলের ভিতর থাকা পানি যেন কোন অবস্থাতে বাইরে বের না হয়ে আসে।
এবার ওই আঠাযুক্ত নারিকেলটি জোঁক সহ গাছের ছায়াযুক্ত একটি স্থানে কিছুটা গর্ত করে ৪০ থেকে ৫০ দিনের জন্যে রেখে দিন। সময় পূর্ন হলে এবার নারিকেল গর্ত থেকে তুলুন। দেখবেন ভিতরে থাকা জোঁকগুলি নারিকেলের পানি খেয়ে সেই নারিকেলের ভিতর মরে আছে।
আপনি ভিতর থেকে জোঁকগুলি বের করুন। মনে রাখবেন বের করার সময় একটু দুর্গন্ধ ছড়াতে পারে। তাতে করে ভয় পাবার কিছু নেই। এবার ওই জোঁকগুলিকে একটি কড়ায়ে নিয়ে অলিভ অয়েল কিংবা সরিষার তেল দিয়ে ভাল করে ভেজে ফেলুন।
দেখবেন ওই জোঁকগুলি থেকে তেল বের হচ্ছে। সেই তেলগুলি সংগ্রহ করে সযত্নে রেখে দিন। এইগুলি হলো জোঁকের তেল। এইটাই হলো জোঁকের তেল বানানোর নিয়ম। আপনি চাইলে ঘরেই এই নিয়ম মেনে জোঁকের তেল তৈরী করতে পারেন।
#হোমিওপ্যাথি
#homeopathicmedicine
#জোঁক
#জোঁকচাষ
#কবিরাজি
#লিঙ্গেরচিকিৎসা
#জোকেরতেল
অফিস
পরামর্শ প্রতিদিন
সকাল ১০টা - রাত ১০ টা পর্যন্ত।
বিস্তারিত জানতে কল করুন
01794-776447
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
।।।।।।।
।।।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: