সৌরজগতের রহস্যময় গ্রহ | The mysterious planet.
Автор: Epic Topics
Загружено: 2023-12-05
Просмотров: 10919
Описание: আমাদের সৌরমন্ডলের সবচেয়ে রহস্যময় গ্রহটির নাম ভেনাস বা শুক্র৷ এই গ্রহটির এক বছর থেকে একদিন বড় হয়৷ সূর্যের কাছের গ্রহগুলোর মাঝে দ্বিতীয় অবস্থানে রয়েছে শুক্র এবং এটি পৃথিবীর প্রতিবেশী৷ সূর্য থেকে এর দূরত্ব ১০ কোটি ৮০ লক্ষ কিমি। এবং পৃথিবী থেকে এর এভারেজ দূরত্ব 4 কোটি কি.মি.৷ আমাদের পৃথিবী থেকে খালি চোখে দেখা একমাত্র গ্রহটির নাম শুক্র। সুর্যাআস্ত ও সূর্যদয়ের সময় আকাশে তারার মতো মিটমিট করে জ্বলতে দেখা যায়, অনেকেই একে শুকতারা বলে। এটি ঘন্টায় ১ লক্ষ ২৬ হাজার কিমি. গতিতে সূর্যের চারপাশে ঘুরে চলেছে। পৃথিবীর 225 দিনে শুক্রর ১ বছর হয়। পক্ষান্তরে পৃথিবীর ২৪৩ দিনে শুক্রর ১ দিন। অর্থাৎ একবার সূর্য উঠলে আবার ২৪৩ দিন পর পুনরায় সূর্য উঠে। সূর্যের চারপাশে দ্রুত ঘোরলেও নিজ অক্ষে খুব আস্তে ঘোরে৷ এই গ্রহটি ঘড়ির কাটার বিপরিত দিকে ঘোরে যার কারনে পশ্চিমদিকে সূর্য উদিত হয় এবং পূর্বদিকে সূর্য ডুবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: