চন্দ্রনাথ মন্দির-পাহাড়- বাংলাদেশের সবচেয়ে উঁচু মন্দির-কিভাবে যাবেন, কত খরচ বিস্তারিত (পর্ব-১)
Автор: DHAKA STORY
Загружено: 2022-07-01
Просмотров: 156
Описание:
Publish Date: - 1 July 2022
চন্দ্রনাথ মন্দির এবং পাহাড় বাংধাদেশের চট্টগ্রাম বিভাগের সীতাকুন্ডে অবস্থিত।
চন্দ্রনাথ মন্দিরের রহস্যঃ-
পৌরাণিক স্মৃতিবিজড়িত অসংখ্য মঠ-মন্দির আছে এই পাহাড়ে। প্রতিবছর ফাল্গুন মাসে শিবচতুর্দশী মেলা হয় চন্দ্রনাথ পাহাড়ে। দেশ-বিদেশের অনেক সাধু-সন্ন্যাসী আসেন মেলায়। প্রচলিত আছে, নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর পাঁচ কোণে পাঁচটি শিবমন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিবমন্দির অন্যতম।
ধর্মগ্রন্থ ও ইতিহাস মতে, এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। অযোদ্ধার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকেই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড।
চন্দ্রনাথ ভ্রমনের সময় সতর্কতা অবশ্যই ভাবতে হবে। কারন, এই পাহাড়ের ভ্রমন খুবেই বিপজ্জনক। বিশেষ করে সরু এবং পাহাড়ী ঢাল বেয়ে উপরে উঠতে হয়।
সতর্কতাঃ -
১. অবশ্যই গ্রুপ ধরে যাবেন। একা যাবেন না। না হলে ডাকাতের কবলে পরতে হবে।
২. অসুস্থ, মহিলা, বয়স্ক এবং শিশুদের চন্দ্রনাথ পাাহাড় ভ্রমন না করাই ভালো।
৩. বৃষ্টির সময় চন্দ্রনাথ মন্দির ভ্রমন এড়িয়ে চলা উচিত। কারন আমরা যখন চন্দ্রনাথ মন্দিরে উঠিছি তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় পাহাড়ী ঢাল সরু এবং ভীষণ পিচ্ছিল হয়।
৪. রাতে চন্দ্রনাথ পাহাড় বা মন্দির ভ্রমন করবেন না।
৫. ভ্রমনের সময় অবশ্যই ট্র্যাভেল শো পরে নিবেন।
৬. পর্যাপ্ত পানি এবং প্রাথমিক অসুখ যাদেযর রয়েছে তারা চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ পাহাড় ভ্রমনের সময় কিছু প্রয়োজনীয় ওষুধ সাথে নিবেন।
কিভাবে যাবেন চন্দ্রনাথঃ -
ঢাকার সায়দাবাদ থেকে সরাসরি সীতাকুন্ড যেতে পারবেন বাসে। বা চট্টগ্রাম মুখী যে কোন বাসে সীতাকুন্ড নামতে পারবেন। সীতাকুন্ড বাজার থেকে সিএনজি যায় চন্দ্রনাথ পাহাড়ে। ভাড়া নিবে জনপ্রতি ২০ টাকা।
========================================================
বিস্তুারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট -
www.dhakastory.xyz
Follow our facebook page
/ dhakastory.xyz
#চন্দ্রনাথ_পাহাড়
#চন্দ্রনাথ_মন্দির
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: