মুন্সীগঞ্জের ৯ বছরের রশিদ খান । Bangladeshi 9 years old Rashid Khan
Автор: CricLysis with Sami
Загружено: 2020-06-10
Просмотров: 43622
Описание:
বাবু, বয়স ৯ । মুন্সীগঞ্জের খুবই দরিদ্র পরিবারের সন্তান । এরই মধ্যে মুন্সীগঞ্জে পরিচিতি পেয়েছে রশিদ খান নামে । টেলিভিশনে রশিদ খানের বোলিং দেখে এই বয়সেই রপ্ত করেছে তার রান আপ, বোলিং Action, এমনকি জোরের উপর করা বলে নিয়ন্ত্রণ ও । নিখুঁত লাইন –লেন্থ এবং জোরের উপর করা বলের উপর নিয়ন্ত্রণ অবাক করেছে মুন্সীগঞ্জের ছেলে বুড়ো সবাইকে । বাবুর মাঝেই দেশে লেগ স্পিনারের বন্ধ্যাত্ম ঘোচাতে চায় মুন্সীগঞ্জবাসী ।
মূলত বাবুর সন্ধান পেয়েছেন মুন্সীগঞ্জ ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট মেহরাব হোসেন জোসি । তিনি ৯ বছর বয়সী এই বালককে দেখে অবাক হয়ে যান । একদম হুবহু রশিদের মত একশন , নিয়ন্ত্রণ , রান আপ । দেখার পরপরই জোসি বাবুর পরিবারের খোঁজ খবর নেন । জানতে পারেন যে ও খুব গরীব ঘরের সন্তান । তার পরিবারের পক্ষে তাকে দীর্ঘ পরিসরে ক্রিকেট খেলায় সমর্থন দেয়া সম্ভব না । এই অবস্থায় বাবুর সকল দায়িত্ব নেন মেহরাব জোসি । শুধু তাই নয় , ওর পড়াশোনা সহ ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ আর্টিসান ।
বাবুর মাধ্যমে দেশের শীর্ষ ক্রিকেটে লেগ স্পিনারের বন্ধ্যাত্ম ঘোচাতে চায় মুন্সীগঞ্জবাসী....
CricLysis এর পরবর্তী ভিডিওঃ
• ২০১১ ফাইনাল, ভারতের দাদাগিরি। ২০১৫ তে কেন...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: