দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে সর্বোচ্চ বিনিয়োগে বাংলাদেশিরা !! Bangladeshi investment Dubai !!
Автор: Bangla Today
Загружено: 2022-02-13
Просмотров: 2843
Описание:
দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে সর্বোচ্চ বিনিয়োগ করেছে বাংলাদেশিরা। কোভিড মহামারির ১৮ মাসে দুবাইতে রিয়েল-এস্টেট এবং আবাসনে বিনিয়োগের শীর্ষে রয়েছে বাংলাদেশি নাগরিকরা। যদিও দুবাই বিলাসবহুল শপিংমল, অতি-আধুনিক স্থাপত্য এবং প্রাণবন্ত নৈশকালীন আমোদ-প্রমোদের শহর হিসেবেই পরিচিত। এদেশের নাগরিকদের বিনিয়োগের তথ্য দুবাইয়ের সরকারি নথি এবং সেই সূত্রে প্রকাশিত স্থানীয় সংবাদপত্রের র্যাঙ্কিং- এর বরাতেই জানা গেছে।
দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে সর্বোচ্চ বিনিয়োগে বাংলাদেশিরা !! Bangladeshi investment Dubai !!
বিনিয়োগের পরিমাণ ১২৩ মিলিয়ন দিরহাম বা প্রায় ২৮৮ কোটি টাকা। কিন্তু পারস্য উপসাগরীয় ধনাঢ্যদের শহরে এই অর্থ আনুষ্ঠানিক চ্যানেলে যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, এর সিংহভাগই পাচার করা- কালোটাকা।
দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে সর্বোচ্চ বিনিয়োগে বাংলাদেশিরা !! Bangladeshi investment Dubai !!
তাদের মতে, কালোটাকার উপর প্রকাশিত এ র্যাঙ্কিং বিশেষ কিছু বিষয়ের প্রতীক: যেমন মহামারির অভিঘাতের মধ্যেও বাংলাদেশের অনেক ব্যক্তির হাতে ছিল বিপুল টাকা- যা তারা বাংলাদেশে রাখা নিরাপদ মনে করেননি। তাই দুবাইয়ে সেকেন্ড হোম থাকলে বিতর্কিত অতীত ফেলে সেখানে নিরাপদ নতুন বিলাসী জীবন শুরু করা যাবে। দুবাইয়ের বিদেশি বিনিয়োগ গোপনীয় রাখার নীতি এবং সহজ আবাসনের সুবিধাও তাদের চিন্তাভাবনার সাথে মিলে যায়। ফলে দুবাই তাদের সম্ভাব্য গন্তব্যের সাথে মিলে গেছে ।
দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে সর্বোচ্চ বিনিয়োগে বাংলাদেশিরা !! Bangladeshi investment Dubai !!
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: