QSRF:সাধারণ আলোচনা। মোস্তফা ওয়াহিদুজ্জামান।
Автор: Saifur Rahman
Загружено: 2025-10-28
Просмотров: 182
Описание:
QSRF:-Quran Study And Research Foundation.
আমি সাক্ষ্য দিচ্ছি, কোরআন মানুষের জন্য একমাত্র জীবন বিধান,১১৪ টা সুরায়ে আল্লাহ যা কিছু নাযিল করছেন,সেগুলোই মানুষকে মানতে হবে,এবং সেই অনুযায়ী মানুষকে চলতে হবে, এর বাইরে আর কোন জীবন বিধান আল্লাহ মানুষের জন্য নাজিল করেন নাই, কোরআনের বাইরে যত বই বা কিতাব দেখি সব মানুষের ব্যক্তিগতভাবে রচনা করা,মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ-প্রত্যঙ্গ আছে সবকিছু আল্লাহর সৃষ্টি করেছেন , তাই এই দেহ বা এই মন অন্তর একমাত্র আল্লাহর বিধান মানতেই বাধ্য, এর বাহিরে কিছু মানলে সে কাফের,ফাসেক জালেম মোনাফেক মোশরেক, আর সে আল্লাহর শত্রু, আহলে কোরআন কাদেরকে বলে, যারা শুধু কোরআন অনুযায়ী নিজেকে আর পরিবারকে আর আত্মীয়-স্বজনকে, আরপাড়া প্রতিবেশীকে, এবং সমাজকে,শুধু কোরআনের এই মেসেজ দেয়, তারাই কোরআনের অনুসারী এবং তারাই আহলে কোরআন,আর তারাই মুসলিম।
তারা কুরআনকে নফল ইবাদাত ছবরে ছানি,খতম পড়া,কবরে পাশে দারিয়ে পড়া,মৃত বেক্তির পাশে
পড়া,নামাজের পড়ে না বুঝেপড়া,আল্লাহ এই জন্য কুরআন নাযিল করেননি,
আয়াত বুঝে পাঠ করবো ,আমি আয়াতের উপর আছি কিনা মিলিয়ে দেখবো
জনাব মোস্তফা:ওয়াহিদুজ্জামান সাহেবের সাথে দেখা বা যোগাযোগ,বা কুরআনের কোন আয়াত / শব্দ বিষয় জানতে, যোগাযোগ করতে পারেন নিচে।
চ্যানেল পরিচালনায় : সাইফুর রহমান সিফাত।
যোগাযোগঃ 01690237990.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: