শিয়া সম্প্রদায় উদ্ভবের কারণ
Автор: Curious24bd
Загружено: 2025-06-21
Просмотров: 445
Описание:
কেন শিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটলো?
শিয়া সম্প্রদায়ের উদ্ভবের মূল ভিত্তি গাদীর খুমে বা খুমে নামক পুকুর পাড়ের মুহম্মদ সাঃ এর একটি হাদিস।
গাদির খুমে ভাষণের এক পর্যায়ে নবীজি সাঃ বলেন: “মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা।”, অর্থাৎ, আমি যার মওলা ছিলাম, আলীও তার মওলা। শিয়ারা এই বাক্যকে মুহম্মদ কর্তৃক আলীকে তাঁর স্থলাভিষিক্ত মনোনয়ন বলে ব্যাখ্যা করেন, শিয়া মুসলিমরা বিশ্বাস করে যে, মুহম্মদের চাচাতো ভাই ও জামাতা আলী ইবনে আবী তালিবের ইসলামের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা হিসেবে মুহম্মদের মনোনীত স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল।
যদিও সুন্নি মুসলিমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। ধ্রুপদী আরবিতে "মওলা" অর্থ দুইটি, "মিত্র" অথবা "নেতা"।
সুন্নিরা মনে করেন, মুহাম্মাদ সাঃ এই ঘোষণায় শব্দটি "মিত্র" বা "বন্ধু" অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ভাষণটির অর্থ "আমি যার বন্ধু ছিলাম, আলীও তার বন্ধু "। কিন্তু শিয়া ঐতিহ্যমতে, এখানে শব্দটির অর্থ "প্রভু" বা "নেতা"। সে হিসাবে বক্তব্যটির অর্থ দাঁড়ায়, "আমি যার নেতা (মুসলমানদের), আলীও তার নেতা", অর্থাৎ আলী মুসলমানদের নেতা। শিয়ারা মনে করে, মুহাম্মাদ এই বক্তব্যে ভবিষ্যতে মুসলিমদের নেতা বা তার মৃত্যুত্তোর আলীকে খলিফা হিসাবে মনোনীত করেছেন।
অপরদিকে সুন্নিপন্থীরা মনে করেন যে, মহানবী (সা.) তাঁর বংশ পরম্পরার মাধ্যমে ইসলামের রাষ্ট্রীয় ও ধর্মীয় নেতৃত্ব প্রথা প্রবর্তন করেননি। বরং তিনি কাউকে তাঁর উত্তরসূরি মনোনীত না করে তাঁর নিকটতম সহযোগী বা সাহাবায়ে কেরামসহ তখনকার মুসলমানদেরকেই নিজেদের নেতা নির্বাচনের পথ খুলে রেখে গেছেন।
আধুনিক যুগে শিয়ারা প্রধানত তিনটি দলে বিভক্ত: (১)ইসনা আশারিয়া, (২)ইসমাইলি ও (৩)জায়েদি।
ইসনা আশারিয়া বর্তমানকালে সর্ববৃহৎ ও সবচেয়ে প্রভাবশালী শিয়া উপদল।
#shia
#শিয়া
#ইরান
#iran
@Curious24bd
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: