৩ বছর পেরোনোর আগে বাচ্চার খাবারে ভুলেও ব্যবহার করবেন না এই তিন জিনিসগুলো !
Автор: Aaj Somoy News
Загружено: 2025-09-02
Просмотров: 38554
Описание:
বয়স ৩ বছর পেরোনোর আগে বাচ্চার খাবারে ভুলেও ব্যবহার করবেন না চিনি এবং লবণ!
স্বনামধন্য চাইল্ড স্পেশালিস্ট ডক্টর মোহনা লাকি বলছেন এই নিয়মে নবজাতকের যত্ন করলেই সঠিক মানসিক আর শারীরিক বৃদ্ধি হবে তার।
অত্যন্ত ছোট বয়স থেকে বাচ্চার খাবারে চিনি এবং লবণ যোগ করলে বাচ্চার মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়। তাই এই সময় চিনি এবং লবণের সাবস্টিটিউট হিসেবে অন্য উপাদান খাবারের দিতে হবে।
এক্ষেত্রে বাচ্চার চাহিদা অনুযায়ী আপনারা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
এই সময় মূলত মিহি করে মাখা আলু সেদ্ধ, আপেল সেদ্ধ, সুজির খিচুড়ি, ভাতের মাড় জাতীয় খাবার শিশুদের দেওয়া হয়। তবে এই প্রত্যেকটা খাবারই প্রথমে অল্প অল্প করে শিশুকে দিতে হবে এবং ধীরে ধীরে পরিমাণ বাড়াতে হবে।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: