রোদ থেকে ফিরে ত্বকের যত্ন | How To Get Fair Skin Permanently
Автор: Bangla Health Tips Pro
Загружено: 2020-03-05
Просмотров: 217
Описание:
গরমের দিনে সবচেয়ে প্রয়োজন হচ্ছে সানস্ক্রিন। রোদ থেকে রক্ষা পেতে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন, বিশেষ করে চোখের নীচের নমনীয় ত্বকের জন্য মেডিকেটেড সানস্ক্রিন এবং তৈলাক্ত ত্বকের জন্য তেলবিহীন সানস্ক্রিনই ব্যবহার করতে হবে। ছেলেদের বেলায়ও এ কথা সমান প্রযোজ্য। কারণ রোদে পোড়া ত্বক থেকে তৈরি হতে পারে আরও নানা সমস্যা। হলিফ্যামিলি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ আফজালুল করিম বলেন, ত্বকে সরাসরি রোদ পড়লে ত্বক প্রথমে কালচে হবে। এরপর ত্বক লালচে হয়ে যাবে।চর্মরোগ বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসাইন বলেন, এই সময়ের হালকা রোদে বেরোলেও সানস্ক্রিন ক্রিম লাগানো প্রয়োজন।
আলু ভালো করে ব্লেন্ড করে পুরো মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। আস্তে আস্তে ত্বকের পোড়া ভাব দূর হয়ে যাবে
#বাহিরে #ঘোরাঘুরি #করে #কালো #ত্বক #ফর্সা #ঘোরাঘুরি #রোদে #রোদে #পোড়া #ত্বক #ফর্সা #রোদে #পোড়া #দাগ,রোদে #পোড়া #ত্বক #ফর্সা #করার #টিপস,রোদে #পোড়া,ফর্সা,beauty #tips #bangla,ছেলেদের #রূপচর্চা #ত্বক #ব্রন #রোদে #পোড়া #কালো #ত্বক #ফর্সা #bangla #beauty #tips,মাত্র #dark #black #spots #remove #from #skin,remedies #for #dark #spots #on #face,face #black #mark #remover,how #to #remove #black #spots #on #face #for #men #remove #sun #tan,crazy #bangla #tips #Bangla #health #tips
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: