"হাসবুনাল্লাহ – মুমিনের আত্মবিশ্বাস ও আল্লাহর উপর ভরসা"। মিজানুর রহমান আজহারী।
Автор: Quran & Hadith
Загружено: 2025-03-28
Просмотров: 159
Описание:
হাসবুনাল্লাহ – আল্লাহই আমাদের জন্য যথেষ্ট
"حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ" (হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকীল) – অর্থ: “আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক।” (সূরা আলে ইমরান: ১৭৩)
এই ছোট্ট বাক্যটি একজন মুমিনের জন্য অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। এটি একদিকে আল্লাহর উপর পূর্ণ নির্ভরতার প্রকাশ, অন্যদিকে সকল দুঃখ-কষ্ট ও বিপদে আশার আলো। যখন মানুষ কঠিন সময়ের সম্মুখীন হয়, তখন এই বাক্যটি তার অন্তরে শান্তি ও ধৈর্য এনে দেয়।
হাসবুনাল্লাহ বলার মাধ্যমে আমরা স্বীকার করি যে, দুনিয়ার সকল সমস্যা, দুশ্চিন্তা ও শত্রুতা থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। তিনি আমাদের জন্য যা নির্ধারণ করেছেন, তা-ই আমাদের কল্যাণের জন্য।
কখন পড়া উচিত?
বিপদের মুহূর্তে
ভয় বা দুশ্চিন্তায়
দুঃখ-কষ্টে
আল্লাহর সাহায্য কামনায়
যারা সত্যিকারের ঈমানের সাথে "হাসবুনাল্লাহ" বলেন, তাদের জন্য আল্লাহ উত্তম ব্যবস্থা করে দেন। হযরত ইবরাহীম (আ.) যখন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হন, তখন তিনি এই বাক্যটি পড়েছিলেন, আর আল্লাহ আগুনকে শীতল ও শান্তিময় করে দেন (সূরা আম্বিয়া: ৬৯)।
এটি শুধু একটি বাক্য নয়, বরং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসার প্রতীক। তাই, জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তে আমাদের হৃদয় থেকে বলা উচিত:
"হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকীল" – "আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক।"
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: