|| TRIP TO VIZAG PART -3 || FULL GUIDE OF VIZAG TOUR||
Автор: TrAveL 360
Загружено: 2026-01-14
Просмотров: 56
Описание:
যেখানে পাহাড় মিশে যায় সমুদ্রে।
ভাইজ্যাক ভ্রমণ
বছরের শেষে এমন একটি জায়গায় যাওয়ার ইচ্ছা হল, যেখানে পাহাড় ও সমুদ্র একসাথে পাওয়া যায়। বাড়িতে আলোচনার পর ঠিক হল ভাইজ্যক গেলে কেমন হয়! সেই মত ২৬ তারিখ বিকাল নাগাদ চেপে বসলাম Dibrugarh kanyakumari বিবেক এক্সপ্রেসে। আমার ছেলের ট্রেন ভ্রমণ এর অভিজ্ঞতা বিশেষ নেই। আর সমুদ্র তো কোনোদিন দেখেই নি। আমরা এসে পৌছালাম বিশাখাপত্তনম স্টেশনে। সেখানে হোটেল আগে থেকেই ঠিক করা ছিল। হোটেলে ফ্রেশ হয়েই আমরা প্রথমেই চলে গেলাম RK beach এ। রাতের বেলা চাঁদের আলোয় সমুদ্রের ঢেউ যেন আরো সুন্দর লাগছিল। রাত বেশি হয়ে যাওয়ায় সেদিন বেশি কিছু দেখা গেল না।
প্রথম পর্বের জন্য নিচের লিংকে ক্লিক করুন
• ||TRIP TO VIZAG PART -1 || FULL GUIDE OF V...
পরদিন আমরা যাত্রা শুরু করলাম ভিমলি বীচ দিয়ে। এর আগে দিঘা ও পুরীর সমুদ্র দেখেছি। সেগুলোও নিজের মত সুন্দর। কিন্তু ভাইজাগের সমুদ্র যেন অন্য রকম সুন্দর। ভীমলি র পর থোটলাকোন্ডা বীচে দেখলাম ন্যাচারাল আর্চ। সমুদ্রের সৌন্দর্য এখানেও অপার। সেখানে একটা ডাব না খেলেই না। তাপমাত্রা শিলিগুড়ির থেকে আনেকটাই বেশি। তবে সকাল বিকালে ঠান্ডা থাকে।এরপর পূর্বঘাট পাহাড়ের মাঝে বালাজি মন্দিরে পৌছালাম। সেখানে প্রণাম করে প্রসাদ খেয়ে আমরা চলে এলাম রুশিকুণ্ডা বীচে। রুশিকুন্ডা বীচ দেখে চলে এলাম টিনিটি পার্কে। সেখানে দাঁড়িয়ে থাকা জাহাজ, ঢেউয়ের অবিরাম আসা যাওয়া চোখ ফেরানো যায় না। এর পর রোপওয়ে চেপে কৈলাস গিরি পর্বতে পৌছালাম। রোপওয়ে থেকে শহর ও সমুদ্রের দৃশ্য চোখ ফেরানো যায় না। সেদিনের যাত্রা শেষ করলাম এয়ার ক্র্যাফট মিউজিয়াম দেখে।
দ্বিতীয় পর্বের জন্য ক্লিক করুন
• | TRIP TO VIZAG PART -2|| FULL GUIDE OF VI...
পরদিন আমাদের লক্ষ্য ছিল সিমাচলম মন্দির। ভগবান বিষ্ণু এখানে নৃশৃংহ রূপে বিরাজ করছেন। ভারতবর্ষের এমন কোনো বড় মন্দির নেই যেখানে লাইন না দিয়ে মন্দিরে যাওয়া যায়। সেই মত অনেকটা সময় সেখানে কাটিয়ে আমরা পাহাড়ের মাঝে এক টুকরো শান্তির খোঁজ পেলাম রোজি হিল চার্চে। একদিকে মৃদুমন্দ হওয়া। দূরে সমুদ্র ও বন্দরের দৃশ্য। আরেকদিকে শহরের দৃশ্য। আর জায়গাটা এত নির্জন যে সেখানে গেলে যে কেউ হারিয়ে যাবে প্রকৃতির মাঝে। জায়গাটার আরেকটা বিশেষত্ব হল চার্চের প্রাঙ্গণে দাঁড়ালে দূরে একটা মন্দির ও মসজিদ দেখা যায়। শোনা যায় মন্দিরের ঘণ্টার আওয়াজ। আজানের শব্দ। হ্যাঁ। এটাই আমাদের ভারতবর্ষ।
সেখান থেকে আমরা চলে এলাম RK বীচের কাছে। সূর্য তখন অস্তাচলে যাচ্ছে। এক অপূর্ব অনুভূতি। সেখানে একটা হস্তশিল্প এর একটা মেলা বসেছিল। কিন্তু তেমন কিছু আঞ্চলিক সংস্কৃতির ছোঁয়া খুঁজে পেলাম না। সেদিনের যাত্রা শেষ করলাম সাবমেরিন মিউজিয়াম দেখে।
তৃতীয় পর্বের জন্য ক্লিক করুন
• || TRIP TO VIZAG PART -3 || FULL GUIDE OF ...
পরেরদিন আমাদের লক্ষ্য ছিল ভাইজাকের কিছু অফ বিট লোকেশন খুঁজে বের করা। হ্যাঁ। আমরা সকল বেলা রামা নাইডু ফিল্ম স্টুডিও দেখে চলে এলাম রুশীকুণ্ডা বীচে। আমাদের ইচ্ছা ছিল স্পিড বোটে করে সমুদ্রের হওয়া খাওয়া। এর পর আমরা পুর্বঘাট পর্বতের মধ্য দিয়ে বহু নির্জন রাস্তা পার করে চলে এলাম একদম একটা অফ বিট বীচ ইয়ারদা বীচে। কি সুন্দর এই বীচ না দেখলে বিশ্বাস হয় না। একদম জনমানবহীন না হলেও অন্য বীচগুলো থেকে ভিড় কম। আর এখানে পাহাড় মিশে গেছে সাগরের জলে। জলের ঢেউ যথেষ্ট উচু। স্নানের উপযোগী নয়। কিন্তু এই মনমুগ্ধকর দৃশ্য চোখ ফেরানো যায় না। আমাদের যাত্রা শেষ করলাম ডলফিন নোস লাইট হাউস দেখে। কুয়াশার কারণে ডলফিন নোস এর আকারের ভূমিরূপ ভালো দেখা যাচ্ছিল না। কিন্তু পরিবেশটা অসাধারণ।
শেষ পর্বের জন্য ক্লিক করুন
• || TRIP TO VIZAG PART -4 || FULL GUIDE OF ...
বছরের শেষে এই টুর খুব সুন্দর ও মনে থাকবে চিরদিন।
ক্যামেরা iphone 15
মাইক digitek
মিউজিক I Am Using
👉Music by AShamaluevMusic
👉Website: https://www.ashamaluev...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: