কম্পিউটার, এর প্রকারেভদ ও অন্যান্য | বিসিএস আইসিটি এবং ইলেকট্রনিক্স রিটেন প্রস্তুতি
Автор: Interactive Cares
Загружено: 2022-12-12
Просмотров: 970
Описание:
Simplex, Half-Duplex বা Full-Duplex ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে কখন কোন ধরনের মাধ্যম ব্যবহার করা যাবে। মাইক্রো, মিনি বা সুপার কম্পিউটার- কোন ধরনের কম্পিউটার দিয়ে কি কাজ হয়, কি পার্থক্য আছে এসব কিছু জানা যাবে। ল্যান ও ম্যান কী, কখন কোন সিস্টেম ব্যবহৃত হয়, এদের মধ্যে পার্থক্য কী? বিগত বছরগুলোর বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায় যে, কিছু প্রশ্ন বা কিছু নির্দিষ্ট ধরনের প্রশ্ন প্রত্যেকবারই আসে। যেমন লজিক গেট বা সার্কিট থেকে প্রতিবছর প্রশ্ন আসেই। এই ধরনের আরও সাজেশন্স ও বিগত বছরের প্রশ্ন ও এর সমাধান জানা যাবে আমাদের এই বিসিএস আইসিটি ও ইলেকট্রনিক্স লিখিত কোর্সে।
Web 3.0, Metaverse বা NFT নিত্য প্রয়োজনীয় ও হালের নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানার টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানা যাবে আমাদের এই বিসিএস আইসিটি ও ইলেকট্রনিক্স লিখিত কোর্সে।
ইন্সট্রাকটর হিসেবে থাকছেন ৪০তম বিসিএসে অ্যাডমিন ক্যাডারে ৫ম স্থানপ্রাপ্ত এ. এইচ. এম. আজিমুল হক।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: