আরও ১৬ জেলায় বন্যার আশঙ্কা||উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা||Somoy Tv News||
Автор: Today Trend News
Загружено: 2022-06-18
Просмотров: 1373
Описание:
বর্তমানে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় বড় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী ১০ দিনে দেশের মধ্যাঞ্চলেও বন্যা বিস্তৃতি লাভ করতে পারে। এক্ষেত্রে প্লাবিত হতে পারে আরও অন্তত ১৬টি জেলার নিম্নাঞ্চল।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, আগামী ২২ জুন নাগাদ দেশের প্রায় সব বন্যাপ্রবণ নদ-নদীর পানি সবচেয়ে বেশি হারে বাড়বে।
এরপর কোথাও কোথাও কমবে। ফলে আরও নতুন এলাকা বন্যায় প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
পাউবো জানিয়েছে, বর্তমানে ১০টি নদ-নদীর পানি ১৩টি স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের পানি হাতিয়া ও চিলমারীতে, দুধকুমারের পানি পাটেশ্বরীতে, ধরলার পানি কুড়্রিগামে, তিস্তার পানি ডালিয়ায়, সুরমার পানি কানাইঘাট, সিলেট ও সুনামঞ্জে, সারিগোয়াইন নদীর পানি সারিঘাটে, পুরাতন সুরমার পানি দেরাইয়ে, যাদুকাটা নদীর পানি লরেরগড়ে,ও সোমেশ্বরীর পানি কমলাকান্দায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সবেচেয়ে বেশি হারে বাড়ছে সুরমা, যাদুকাটা ও ব্রহ্মপুত্রের পানি।
বন্যার খবর,১৬ জেলায় বন্যা,দেশের ১৬ জেলায় বন্যা,বন্যার খবর আজকের 2022,বন্যা পরিস্থিতি,আজকের বন্যা পরিস্থিতি,১৬জেলায় ভয়াবহ বন্যা,বন্যার আশংকা,সিলেটে বন্যার শঙ্কা,উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা,বন্যা,দেশে চলমান বন্যা পরিস্থিতি আরও অবনতির আশংকা,ভারী মাত্রায় জল ছাড়ছে ব্যারেজ গুলি বন্যার আশঙ্কা,বন্যার খবর আজকের,১৫ জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত,বন্যার খবর ২০২২,বন্যার খবর 2022
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: