ইস্কুল লাইফের গান || School life Song || ইস্কুল বিদায়ের দিন || ইস্কুলের শেষ দিন কান্না মুহুর্ত
Автор: Md.Zahidul Islam
Загружено: 2023-03-21
Просмотров: 86
Описание:
School life Song || ইস্কুল লাইফের গান || ইস্কুল বিদায়ের দিন || ইস্কুলের শেষ দিন কান্না মুহুর্ত
ইস্কুল বিদায়ের বক্তিৃতা। কান্না চলে আসা বক্তিৃতা। ইস্কুল লাইফের শেষ বক্তিৃতা।School Life.Jahid
সম্মানিত আমার টিচার এবং ছোট ভাই ও বোনেরা সকলকে আসসালামু আলাইকুম।
জারা আজকের এই অনুস্ঠানটি এতো সুন্দর ভাবে আয়োজন করেছেন তাদেরকে জানাই অসংখ ধন্যবাদ।
সেই ছোট্টবেলায় মায়ের সাথে অ আ ক খ
পরি। তার কবে জে ক্লাস অনে ভর্তি হবো সেই আসায় থাকি। তারপর পর ক্লাস অনে ভর্তি হই সেখান থেকে আমাদের ইস্কুল লাইফ সুরু। তখন থেকেই সবার সাথে প্রথম পরিচয় নতুন বন্ধু বন্ধুত্ব এবং সম্পর্কের প্রথম ধাপ। তার পরে আস্তে আস্তে ২,৩,৪,৫ তার পরে একদিন প্রাইমারি লাইফ সেষ হয়ে জায়। প্রাইমারির বন্ধুদের এলোমেলো করে আবার চলে আসি হাই ইস্কুলে। তারপর থেকে হাই ইস্কুল লাইফ শুরু।
তারপর সবার সাথে নতুন পরিচয়। তারপর আস্তে আস্তে সবার সাথে ভালো সম্পর্ক হয়ে জায়। এবাবে হয়তো আমরা আরো ধাপে ধাপে নতুন কোনো এস্থানে পৌছাবো। কেউ হয়তো ভালো স্থানে আবার কেউ হয়তো খারাপ স্থানে । কিন্তু আমরা একজায়গায় না একজায়গায় পৌছাবই। কিন্তু এই ইস্কুল লাইফ আর কোনোদিন ফিরে পাবোনা।কিন্তু ইস্কুল লাইফ শুরু থেকে বেসির ভাগই টিচারদের সাথে এবং বন্ধুদের সাথে সময় কাটাইছি। সকাল হলে ইস্কুলে আসতাম বিকেলে হলে যেতাম। আবার রাত পোহালে ইস্কুলে চলে আসতাম কিন্তু চাইলেও আর পারবোনা। ক্লাসে পড়া না পারলে স্যারের মাইর খেতাম। মার খেয়ে আবার স্যারের সাথে খরাপ আচরন ও করতাম।আবার স্যারের সাথে রাগ করে ইস্কুল থেকে চলে আসতাম। কিন্তু এখন স্যারের সাথে রাগ করতেও পারতোনা। তাই স্যারদের উদ্দেশ্যে বলি বিগত ৫ টি বছর আপনাদের সাথে ছিলাম। এই ইস্কুলে চলার পথে অনেক ভুল করেছি, অনেক অন্যায় অপরাধ করেছি জা খমার জোগ্য নয়। তার পরও ক্ষমা চাইছি আমাদেরকে ক্ষমা করে দিন। আজকের পর থেকে হয়তো আমরা আর আপনাদের বিরক্ত করতে পারবোনা ক্লাসের জন্য ডাকতে পারবোনা,ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্রটাও l আজ আপনাদের কাছ থেকে চলে জাবে। একটা মানুষের ভিতরে খারাপ কাজ ও থাকে এবং ভালে কাজও থাকে। হয়তো খারাপ কাজ একটু বেশি করছি ভালোকাজ একটু কম করছি। জদি একটু ভালো কাজ করে থাকি তাহলে আমাদের সেই ভালো কাজের কথা মনে করবেন। আপনাদের ছেলে মেয়েরা জদি অন্যায় করতো তাহলে অবস্যই আপনারা ক্ষমা করে দিতেন। আমরা আপনাদের ছেলে মেয়ের মতো।জদি ক্ষমা করতে পারেন তাহলে বিদায় দিবেন।জদি না পারেন তাহলে আমাদেরকে বিদায় দিবেন্না। কারন আমরা পাপ নিয়ে সারা জীবন বাঁচতে চাইনা।
আর আমাদের ছোট ভাইও বোনেরা তোমাদেরকে বলি, তোমাদের সাথে অনেক বছর কাটাইছি অনেক অন্যায় অপরাদ করছি তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দিও । হয়তো একসাথে থাকলে জগরা মারামারি হয়। মনে করবা তোমার বরো ভাই বোনেরা তোমাদের সাথে অন্যায় করছে। আর হয়তো তোমাদের সাথে অন্যায় করতে পারবেনা।তাই তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। আজকে আমরা বিদায় নিতাছি সময় হলে তোমরা ও বিদায় হবা এবাবেই সিরিয়ালে সবাই বিদায় হবা একের পর এক সবাই চলে জাবে সুদু পরে থাকবে স্রৃতি। তাই সবাই আমাদেরকে ক্ষমা করে দিও। সবাই ক্ষমা করতে পারছোতো?।
আর তোদেরকে বলি তোদের সাথে দীর্ঘ ৫ টি বছরেরও বেশি সময় কাটাইছি ভালো খারাপ তোদের সাথেই ছিলাম ক্লাস ৬ থেকে টেন পর্যন্ত ফেলে আসা তোদের সাথে অনেক সৃতি। কিছু কিছু স্রৃ তি আছে জা কোনোদিনই ভোলার নয়। কিন্তু ssc পরিক্ষার পর সেই প্রাইমারির মতো তোরাও এলোমেলো হয়ে জাবি আর ফিরে পাবোনা তোদের সবাইকে একসাথে। তোদের কাছে একটা অনুরোধ কেউ কারো উপর কোনো দাবি রাকবিনা সবাই সবাইকে ক্ষমা করে দিবি। ইস্কুল লাইফ সেশ মানে জীবনের অনেক আনন্দ মুহুর্হ গুল সেশ। ঘোরাফেরা আড্ডা, জা মনে চাইছে তা করছি কিন্তু আর চাইলেও পারবোনা। ছেলেদের জখন ইস্কুল লাইফ শেস হয় তখন সেই আনন্দের দিন ফেলে পরিবারের দায়িত্ব পালন করে। আর মেয়েদের জখন ইস্কুল লাইফ শেষ হয় তখন সে সামির বারি সুন্দর ভাবে জীবন সুরু করে।তাই জতই ইস্কুল লাইফ আছে তার মদ্যে হাই ইস্কুল লাইফ বেস্ট । কারন প্রাইমারি তো শয়তানির মদ্যে কাটে আর কলেজ লাইফ কাটে পরিবারের দায়িত্ব পালনের সাথে। কিন্তু হাই ইস্কুল লাইফের মতো এতো আনন্দের হয়না। তাই জীবনে সবাই অনেক বরো হও এটাই চাই। আর আমার জন্য সবাই দোয়া করবা আমি জেনো সতো বাদা পেরিয়ে সফল তাকে ছিনিয়ে আনতে পারি। তাই আমি বক্তাব্যের শেস পর্যায়ে চলে এসেছি। আর বিদায় মানে
জাচ্ছি কিন্তু জাচ্ছিনা রেখে জাচ্ছি অনেক স্রিতি,ভালো আছি ভালো থেকো ssc ব্যাচ ২০২২ কে চিরদিন মনে রেখো। বিদায়
#schoollife #schoollifesong #schoollovestory #enjoy #kannamuhurto
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: