কেনো ভেঙে ফেলা হলো এরশাদ শিকদারের স্বর্ণকমল। Ershad Shikder। Shornokomol। Mizan The Traveller।
Автор: Mizan The Traveller
Загружено: 2025-01-06
Просмотров: 236
Описание:
কেনো ভেঙে ফেলা হলো এরশাদ শিকদারের স্বর্ণকমল???
এরশাদ সিকদারের স্বর্ণকমল তৈরী ও ভেঙে ফেলার ইতিহাস। খুলনার ‘কুখ্যাত খুনি’ হিসেবে পরিচিত এরশাদ শিকদারের ‘স্বর্ণকমল’ নামের বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে বহুতল ভবন করার পরিকল্পনা করছেন তাঁর ছেলেরা। খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকার মজিদ সরণিতে ওই বাড়ি। এরশাদ শিকদারের বাড়িটি সব সময় এক রহস্যময় বাড়ি হিসেবে থেকে গেছে সাধারণ মানুষের কাছে। একসময়ের আলোচিত বাড়িটি ঘিরে প্রচলিত আছে নানা গল্প। ২০০৪ সালে এরশাদ শিকদারের ফাঁসি হওয়ার পর বাড়িটি দেখতে প্রচুর মানুষ ভিড় করতেন। খুলনার আলোচিত বাড়ি হিসেবে পরিচিত এটি। সেই বাড়ি ভাঙার খবর শুনে প্রতিদিনই লোকজন তা দেখতে আসছেন।
এরশাদ শিকদারের মেজ ছেলে কামাল শিকদার বলেন, তাঁদের বাড়িটি ১০ কাঠা জমির ওপর বানানো। বাড়ির একটি অংশ তিনতলা পুরোনো ভবন ও অন্য অংশটি দোতলা। কয়েক দিন আগে পুরোনো তিনতলা ভবনটি শ্রমিক দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এখন দোতলা ভবনটির অর্ধেকের মতো অংশ ভাঙা হচ্ছে। ওই ভাঙা অংশ কোনো ডেভেলপার প্রতিষ্ঠানকে দিয়ে বহুতল ভবন তৈরির পরিকল্পনা করছেন তাঁরা। সম্প্রতি ওই বাড়ির সামনে গিয়ে দেখা যায়, দোতলা ভবনের ওপরের অংশ ভাঙার কাজ করছেন শ্রমিকেরা। একসময় বাড়ির প্রধান ফটকের সামনে নামফলক ছিল, সেটি খুলে ফেলা হয়েছে। বাড়ির সামনে উৎসুক লোকজন দাঁড়িয়ে বাড়ি ভাঙার কাজ দেখছেন। Mizan The Traveller.
If need plz contact with us though email : mizansumoninfo@gmail.
#mizanthetraveller #mizan #ershadshikdar #স্বর্নকমল #ershad #khulna #salman #don #srk #cr7 #under_world
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: