কুমিল্লা মেডিকেল সেন্টার হসপিটালে চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
Автор: Daily Ajker comilla (Ajker-comilla.com)
Загружено: 2019-10-01
Просмотров: 375
                Описание:
                    চিকিৎসায় অবহেলায় কুমিল্লা নগরীর মেডিকেল সেন্টারে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
প্রসাবে সমস্যা নিয়ে কুমিল্লা মেডিকেল সেন্টারে ভর্তি হন কুমিল্লার ব্রাক্ষনপাড়া নাগাইশ গ্রামের ৬৫ বছর বয়সী আবদুস সালাম ।এর মুত্র থলিতে মাংস বেড়ে যাওয়ায় রোগীকে অপারেশনের পরামর্শ দেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি ও ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সিরাজুল হক।
সোমবার ( ৩০ সেপ্টেম্বর) অপারেশনের পর রোগীর অবস্থা অবনতি ঘটতে থাকলেও এই হাসপাতালের ডাক্তার ও নার্সরা তেমন সেবা দেননি বলে অভিযোগ করেন রোগীর পুত্র আবুল কালাম।
মঙ্গলবার ( ১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ডাক্তার সিরাজুল হক রোগী দেখে বলেন রোগী ভালো আছে । এই কথা বলার ৫ মিনিটের মধ্যেই রোগী বাথরুমে যাওয়ার পর মৃত্যু ঘটে। রোগীর মৃত্যুর খবর শুনেই ডাক্তার তার চেম্বার ফেলে সরে পড়েন । এরপর ডাক্তারকে ফোন করে আর পাওয়া যায়নি । মৃতের স্বজনদের অভিযোগ, ডাক্তার সিরাজুল হক ও সেবিকাদেরকে ডেকেও রোগীর সেবার জন্যে পাওয়া যায়নি।                
                
Повторяем попытку...
 
                Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                Информация по загрузке: