একদিন ব্যাপী হরিনাম ও সনাতন ধর্ম সম্মেলন ২০২৬ |
Автор: প্রভুর ইচ্ছা
Загружено: 2026-01-17
Просмотров: 258
Описание:
১৭ ই জানুয়ারি ২০২৬ এ সরবেড়িয়া ভক্তবৃন্দ পক্ষ থেকে একটি হরিনাম সম্মেলন আয়োজিত করা হলো।
এই অনুষ্ঠানে ৫০০০+ মানুষ একত্রিত হয়ে মনের আনন্দে হরিনাম করে এবং ঈশ্বর এর লীলা গাথা সোনেন।
এই পালা করতে সুদূর মায়াপুর থেকে প্রভু জিরা এসেছিলেন।
পর্বের শুরু তে গোটা গ্রাম প্রদক্ষিণ করে গ্রামের মঙ্গল কামনা করে তারপর মূল পাঠ শুরু হয়। এবং প্রায় ৩ ঘণ্টা ব্যাপী এই লীলা কীর্তন চলে।
তারপর সমস্ত ভক্ত দের অন্ন ভোগ প্রসাদ এর ব্যবস্থা ছিল
প্রায় ৬০০০ জন ভক্ত এই অমূল্য ভোগ প্রসাদ গ্রহণ করে।
তাই এই অনুষ্ঠানে এর উদ্যোগে আপনাদের কে বলি
"হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে হরে রাম রাম হরে হরে।।"🙏🙏🙏🙏🙏🙏
কিছু জানার থাকলে কমেন্ট করবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: