Rokto | Xplosive | Black Zang | Fokir Lal Miah | রক্ত | এক্সপ্লোসিভ | ব্ল্যাক যেঙ | ফকির লাল মিয়া
Автор: SHUTTER SPEED
Загружено: 2020-07-06
Просмотров: 285811
Описание:
! WARNING !
EXCLUSIVE CONTENT OF SHUTTER SPEED. REDISTRIBUTION OF THIS CONTENT SHALL BE DEEMED AS VIOLATION OF OUR COPYRIGHTS.
Music By:
/ micjamstudios
Visual Presentation By:
/ visualsbyfraze
-------------------------------------------------------------------------
জনরা: বাংলা র্যাপ
শিরোনাম: রক্ত
শিল্পী: এক্সপ্লোসিভ । ব্ল্যাক যেঙ | ফকির লাল মিয়া
কথা : এক্সপ্লোসিভ X ব্ল্যাক যেঙ X ফকির লাল মিয়া X
গৌরীপ্রসন্ন মজুমদার X অনিক খান
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এক্সপ্লোসিভ ইয়েহ!
দেশ বেইচা রাজনীতি করতে আমরা আসি নাই
দুর্বলের উপর পাড়া দিয়া এমপি সিটে বসি নাই
মুক্তিযোদ্ধার প্রাণের দানে আজ যে আমরা বাঙালী
শান্তির নামে কমিটি আর পাকিস্তানের দালালী।
বোমা হামলায় মানুষ মাইরা ধর্মকে জড়াস কলংকে
হিন্দু মুসলীম বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক বলার তোরা কে?
বাংলাস্তান বইলা যে কয় দেশ বিরোধী আমরা নইয় দেশপ্রেমিকে নাস্তিক ডাইকা পারলে ঠেকা বাংলার জয়।
মিথ্যা দিয়া যায় কি ঢাকা ইতিহাসের সত্যাটি
বঙ্গবন্ধু স্বপ্নের মূল্য মূর্খজন বুঝবি কি
ধর্মের কোন পাতায় লেখা ব্রেইনওয়াশ আর দুর্নীতি?
লাহোর পার্টি কেমনে করে বাংলাদেশের রাজনীতি?
রক্ত বীজের মতন তোরা নর্দোমাতে জন্মাচ্ছিস
আসল দাওয়ায় স্প্রে করলে ধ্বংস হবে তোদের বীজ।
একাত্তরের পক্ষ থাইকা বাংলা র্যাপের আক্রমণ
সবাই মিলে দেশ বাঁচাবো গাইব যে গান আমরণ।
জ্বি হুজুরের মার্কা গায়ে
কেমন করে সাঁটি?
রক্ত দিয়ে কেনা আমার
বাংলাদেশের মাটি!
সেই মাটিরই আমরা ফসল
নোংরা শেকড় বাকর না,
মুখের উপর বলতে শিখুন
আমরা কারো চাকর না!
জ্বি হুজুরের মার্কা গায়ে ....
ইয়েহ ব্ল্যাক যেঙ!
খারাপ সোসাইটি থাইকা দেখো খারাপ ছেলেটা।
খারাপ বাংলা র্যাপ শুইনা পংটা পোলাপান নেংটা
গলা শুনলে এমন লাগে যেনো কালা বাঘের বাচ্চা
লাল সবুজ ভরা দেশ জিনিস পাতি পুরাই তাজা
বাংলাদেশ জন্মাইসে লাখো শহীদের রক্ত থাইকা
মীরজাফর থাইকা শুরু এখন চলে মূর্খ নেতা
ভেজালের কর্মকান্ড ভরা দৈনিক পত্রিকা
স্বাধীনের তেতাল্লিশ বছর পরেও এই অবস্থা?
অতীতে কি আর পাইসি ভবিষ্যতরে কি দেখমু?
বর্তমান চর পাটপারি সমাজের কেমনে চাপামু
দেশটাত শুধু লুটলো দিলো খালি বাংলা
এই বাংলার বস্তা নিয়া পোলা দিলো হামলা
আর কত আত্ম গোলমাল ইউনিটি অইব কবে
হিংসামি পিছুটান বাদ দিলে সবই হবে
এই বান্দা না থাকলেও জিনিস গুলা বাইজা যাইবো
আর যতদিন বাঁচবো ততোদিন দুনিয়া বাংলাদেশ চিনব।
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।
জয় বাংলা !!!
বায়ান্নতে আন্দোলন একাত্তরে যুদ্ধ
পঁচাত্তরের বেঈমানি সব ইতিহাসের অংশ
বীর বাঙালীর বিপ্লব আজকে শুধু গল্প
যেমন খুশি তেমন সাজো আমাদের এই বঙ্গ
দালাল সাজে মুসলমান বাঙালী সব অন্ধ
কথা সুর বাংলা মায়ের আমার শুধু কন্ঠ
আসল কথা বলতে গেলে লোকে বলে মন্দ
পারলে কিছু কইরা দেখা আমার লেখা ছন্দ
করে ডাকবি ডাইকা আন আমার ভাইয়ের রক্ত
আমার মায়ের চোখের পানি আমার বুকের কষ্ট
মাটির কসম একটু আমার মারে শান্তি দে
দেশের মানুষ রেহাই চায় স্বাধীন ভাবে থাকতে দে
হিন্দু কে মুসলীম কে এইটার হিসাব পরে দে
আমার ভাইয়ে রক্ত দিসে অংক কইরা হিসাব দে
এই মাটিরি ফসল মরা তোদের মতো গোলাম না
আগে তোরা চাকর ছিলি এখন তোরা মানুষ না !
জ্বি হুজুরের মার্কা গায়ে
কেমন করে সাঁটি?
রক্ত দিয়ে কেনা আমার
বাংলাদেশের মাটি!
সেই মাটিরই আমরা ফসল
নোংরা শেকড় বাকর না,
মুখের উপর বলতে শিখুন
আমরা কারো চাকর না!
জ্বি হুজুরের মার্কা গায়ে ....
©Shutter Speed
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: