শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫
Автор: Daily Horoscope দৈনিক রাশিফল
Загружено: 2025-10-23
Просмотров: 535
Описание:
শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক।
আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল।
২৪ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর শুক্রর প্রভাব প্রবল।
আপনার শুভ সংখ্যা ঃ ৬,১৫,২৪।
শুভ গ্রহ ও বার: শুক্র ও মঙ্গল।
শুভ রতœ ঃ হীরা ও রক্তপ্রবাল।
আজকের দিনের শুভ রং ঃ আজ সাদা ও লাল বর্ণের পোশাক সৌভাগ্য বয়ে আনতে পারে।
আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ৩য়া তিথি রাত: ১০:৫৮ পর্যন্ত পরে ৪র্থী তিথি চলবে।
আজকের শুভ সময় সকাল: ৬:১১-৭:০৫, ৭:৪৯-১০:০১, দুপুর: ১২:১৩-৩:০৮, বিকাল: ৩:৫৩-৫:৩০, রাত: ৬:১৩-৯:৪১, ১২:১৮-৩:৪৫, ৪:৩৭-৬:১২ পর্যন্ত।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) ঃ আজ ঝুঁকিপূর্ণ কোন কাজ না করাই ভালো। দূরের যাত্রা এড়িয়ে চলুন। পাওনাদারের সাথে দেখা হতে পারে। চেষ্টা করুন দেনাপাওনার সমীকরন মেলাতে।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) ঃ দাম্পত্য জীবনে জটিলতা এড়িয়ে চলতে হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের সুযোগ আসবে। ব্যবসায়ীদের আজ ভালো রোজগারের যোগ।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন) ঃ আজ নিজের উপর আস্থা রাখতে হবে। যে কোন ঝামেলাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। কোন অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। গৃহ কর্মীদের সাহায্য পাওয়া যাবে।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) ঃ সন্তানের জন্য আজ অর্থ ব্যয় করতে পারেন। প্রেম ভালোবাসায় সাফল্য লাভের আশা। সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগারের সুযোগ আসলেও কাজে লাগাতে সতর্ক হতে হবে।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগস্ট) ঃ পারিবারিক জীবনে কিছু ঝামেলা দেখা দিতে পারে। আত্মীয় বিরোধ এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। সাংসারিক ক্ষেত্রে আরো ধৈর্য্য ধরতে হবে।
কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর) ঃ আজ ছোট ভাই বোন কারো বিয়ের আয়োজনে ব্যস্ত থাকতে পারেন। পাড়া প্রতিবেশীর সাথে সু সম্পর্ক বজায় রাখা কঠিন। মধ্যস্ততার কাজে আজ ভালো রোজগারের যোগ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) ঃ বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন হবে। ভোজন রসিকদের উদর পূর্তির সুযোগ আসবে। ধারের টাকা আদায়ের কারনে আর্থিক স্বচ্ছলতা ফিরে পাবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর) ঃ আজ পারিবারিক জীবনে ভালো কোন ঘটনা ঘটবে। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। গৃহস্থালী কাজে ব্যস্ততা বৃদ্ধি।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ঃ ট্রাভেল এজেন্সী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের আশা। গৃহস্থালী ব্যয় আজ বৃদ্ধি পাবে। প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময়।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) ঃ বড় ভাই বোনের আগমন হবে গৃহে। আয় রোজগারের ক্ষেত্রে উন্নতির দিন। ব্যবসায় ভালো রোজগার হবে। বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) ঃ আজ পিতার সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। গৃহস্থালী জীবনে পিতৃস্থানিয়দের পরামর্শ আপনাকে লাভবান করবে। চাকরি সংক্রান্ত পরীক্ষায় আজ সফলতার আশা।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি -২০ মার্চ) ঃ ভাগ্য উন্নতির সুবর্ণ সময়। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আজ উন্নতির আশা। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ। গুরুজনের সাহায্য লাভের দিন।
পোস্ট / ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট আর শেয়ার করবেন, ধন্যবাদ 👍🙏
#শুক্রবার_রাশিফল #দৈনিক_রাশিফল #আজকের_রাশিফল #রাশিফল #দৈনিক_রাশিফল_টিপস #সাপ্তাহিক_প্রেম_রাশিফল #সাপ্তাহিক_রাশিফল #লটারি_ভাগ্য #টিপস_দৈনিক_রাশিফল #রাহু_কাল
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: