2023 সালে ভয়াবহ দুর্ভিক্ষ বলছে বিশ্ব সংস্থা কতটুকু সত্য শুনুন হুজুরের মুখ থেকে আল আমিন আড়াইহাজারী।
Автор: Simanto Voice
Загружено: 2022-11-24
Просмотров: 22
Описание:
2023 সালে ভয়াবহ দুর্ভিক্ষ বলছে বিশ্ব সংস্থা কতটুকু সত্য শুনুন হুজুরের মুখ থেকে আল আমিন আড়াইহাজারী।
দুর্ভিক্ষের মূল কারণ ব্যাখ্যা করলেন।
অসভ্য যুবকদের জন্য দুর্ভিক্ষ আসবে
2023 সালের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা।
বৈশ্বিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনেছেন। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
গত বৃহস্পতিবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে দুর্ভিক্ষের প্রসঙ্গটি আবারো উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশ যাতে দুর্ভিক্ষের শিকার না হয় সেজন্য খাদ্য উৎপাদনের জন্য প্রতি ইঞ্চি জমি উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে।
প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি নিজে থেকেই দুর্ভিক্ষের কথা বলছেন নাকি সত্যিই দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে?
#বিশ্বজুড়ে #দ্রব্যমূল্যের_ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা তখন আরো খারাপ খবরের আভাস মিলছে।
দু্ই হাজার তেইশ সালে সম্ভাব্য খাদ্য ঘাটতির #আশংকায় এখনই নানা ধরনের সতর্কবাণী উচ্চারণ করা হচ্ছে।
বিভিন্ন #আন্তর্জাতিকসংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদনগুলোতেও #খাদ্য #সংকট জোরালো হবার আভাস পাওয়া যাচ্ছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) এরই মধ্যে সতর্ক করে বলেছে যে ২০২৩ সালে বিশ্বের ৪৫টি দেশে তীব্র খাদ্য ঘাটতি দেখা দিতে পারে।
এবং ২০ কোটি মানুষের জন্য জরুরি সহায়তার প্রয়োজন হতে পারে।
এফএও এবং ডব্লিউএফপির যৌথ রিপোর্টে বলা হয়েছে, আফ্রিকার বিভিন্ন দেশে দুর্ভিক্ষের আশংকা প্রবল।
এগুলোর মধ্যে রয়েছে ইথিওপিয়া, নাইজেরিয়া, সোমালিয়া এবং সাউথ সুদান। এছাড়া ইয়েমেন এবং আফগানিস্তানেরও একই দশা।এর পাশাপাশি এশিয়া ও আফ্রিকার আরো কিছু দেশ আছে যেখানে তীব্র খাদ্য ঘাটতি হতে পারে বলেও রিপোর্টে উঠে এসেছে।
বিশ্ব খাদ্য কর্মসূচীর নির্বাহী পরিচালক ডেভিড বেসলে সম্প্রতি এক বক্তব্যে বিশ্বজুড়ে খাদ্য ঘাটতির আশংকা প্রকাশ করেছেন। এজন্য তিনি পৃথিবীর বিভিন্ন দেশে অস্থিরতা এবং যুদ্ধ বিগ্রহকে দায়ী করেছেন।
তিনি বলেছেন, পৃথিবীর ৪৫টি দেশ এখন 'দুর্ভিক্ষের দরজায় কড়া' নাড়ছে।
যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশন্স কমিটির সামনে এক বক্তব্যে ডব্লিউএফপি নির্বাহী পরিচালক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য উৎপাদন কমে যাবে এবং এর একটি বড় কারণ হবে যুদ্ধ এবং সারের সংকট।
"এটা এমন এক ধরনের সংকট হতে যাচ্ছে যা আমরা জীবদ্দশায় দেখিনি," বলেন বিশ্ব খাদ্য কর্মসূচীর প্রধান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের রিপোর্টে বলেছে, আফ্রিকার বিভিন্ন দেশে সারের ব্যাপক সংকট তৈরি হয়েছে।
এই অবস্থা অব্যাহত থাকলে আফ্রিকা মহাদেশে খাদ্য উৎপাদন ২০ শতাংশ কমে যাবে।
চলতি বছরের জুন মাসে জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ২০২২ সালে কয়েকটি দুর্ভিক্ষ ঘোষণার ঝুঁকি তৈরি হয়েছে এবং ২০২৩ সালে সেটি আরো খারাপ হতে পারে।
বিশ্বজুড়ে খাদ্যমূল্য কিছুটা কমেছে। কিন্তু তার অর্থ এই নয় যে সংকট শেষ হয়ে যাচ্ছে।
যেসব কারণে খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি হয়েছে সেগুলো এখনো বিদ্যমান আছে। BBC News Copy
#famine #দুর্ভিক্ষ #খাদ্য #বাংলাদেশ #waz #alamin_sur_pagol #alaminwaz #আড়াইহাজারী #abutohamohammadadnan #banglanews #mijanur_rahman_ajhari #waz2022 #simantastudio #simantovoice
#bangladesh #banglanews24 #abutohamohammadadnan #abrarul_haque_asif
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: