রাধা আসলে কে? কৃষ্ণের সঙ্গে তার সম্পর্কই বা কি? জেনে নিন রাধাতত্ত্ব | Spirituality of Sanatan
Автор: Spirituality of Sanatan
Загружено: 2020-08-25
Просмотров: 5649
Описание:
প্রথমেই জানাই সবাইকে শ্রী রাধাষ্টমির একরাশি শুভেচ্ছা। রাধা এই ছোট মধুর শব্দটির একটি বিরাট ভূমিকা রয়েছে আমাদের সনাতন সাহিত্যে তথা বৈষ্ণব দর্শনে।
কেউ বলে থাকে রাধা হচ্ছে পরমাপ্রকৃতি।
আবার কেউ বলে শ্রীরাধা হচ্ছে কৃষ্ণের শক্তি।
আবার কেউ কেউ তো দাবী করে যে শ্রীময়ী রাধা বিনা জগৎ-ই বৃথা।
কিন্তু অনেকে তো রাধা শব্দটি শুনতেই পারে না, তারা এসব শক্তি, প্রকৃতি, এসব কথা আমলেই আনে না বরং তারা দাবী করে যে রাধা একটি কাল্পনিক চরিত্র তথা মিথ্যারসরাই।
তাহলে সত্যিই কী রাধা কেবলই এক নিছক কল্পনা মাত্র নাকি শক্তির পরিভাষা? তথা ভক্তির পরাকাষ্ঠা, জ্ঞানের প্রতিচ্ছবি? নাকি মুক্তির মুক্তির মূখ্য দ্বার?
আসলে কে ইনি?
কে এই রাধা?
কীবা তাঁর পরিচয়?
কীভাবে তাঁর আগমন আমাদের সনাতন ধর্মে?
এটি কি কল্পনাপ্রসূত মাত্র!
নাকি সনাতন ধর্মের প্রতিটা রন্ধে রন্ধে রাধার অস্তিত্ব জড়িত?
এখন আমরা সেই বিষয়াবলী আলোচনা করব?
যা আপনাকে নিয়ে যাবে কামনার নির্যাস ধর্ম হতে ভক্তির উদ্ভাস শক্তিতে, আবার জ্ঞানের অন্তর্নিহিত কর্ম হতে,
মুক্তির পরমানন্দ পর্যন্ত।
অবশ্যই কিন্তু মন দিয়ে শ্রবন করবেন?
তো চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: