কীটনাশক পরিচিতি পর্ব-২|Thiamethoxam/থায়োমিথোক্সোম 25%wg ব্যবহার বিধি ও কার্যকারিতা।
Автор: Agri-Tech Shanto
Загружено: 2021-02-15
Просмотров: 42152
Описание:
কীটনাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই কীটনাশক এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে সেই কেমিক্যাল কম্পোজিশন কিভাবে কীটপতঙ্গের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে কীটপতঙ্গদের মেরে ফেলে, মানে কার্যকারিতা।ওই কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিও গুলোতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট এই ভিডিও শেষে দেয়া আছে।
এই ভিডিওতে আমি আলোচনা করেছি "Thiamethoxam/থায়োমিথোক্সোম" কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক গুলো নিয়ে।
সতর্কতাঃ কীটনাশক ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
১. যেহেতু কীটনাশক আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু কীটনাশক ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
২. কীটনাশক ব্যবহারের সময় কীটনাশক প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই কীটনাশক গাছে প্রয়োগ করা উচিত।
৩. কীটনাশক নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত।
৪. সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত।
#Insecticide
#কীটনাশক
#Thiomethoxam
কীটনাশক, ফাংগিসাইড, বীজ এবং সার কিনতে নিচের লিংকে ক্লিক করুন।
https://amzn.to/3QCKVCp
আমাদের ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/37819...
আমাদের ফেসবুক
Facebook page / agri-tech-shanto-397032297779548
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: