কাফনের কাপড় তিনটি না পাঁচটি জানতে হলে ভিডিওটি দেখুন,,,
Автор: Kazlabi Media
Загружено: 2023-04-26
Просмотров: 220
Описание:
প্রশ্ন নং ৩৫; প্রশ্ন : মহিলা ও পুরুষ মাইয়েতের জন্য কাফনের কাপড় কয়টি? এক কাপড়ে অথবা দুই কাপড়ে কাফন করা জায়েজ হবে কি?
উত্তর : মহিলা ও পুরুষের কাফনের কাপড় তিনটিই যথেষ্ট । বুখারী শরীফ জানাযা অধ্যায়: অনুচ্ছেদ: কাফনের জন্য সাদা কাপড়, হাদিস নং ১২৬৪, উল্লেখ রয়েছে: আম্মাজান ‘আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে তিনটি ইয়ামানী সাহুলী সাদা সূতী বস্ত্র দ্বারা কাফন দেয়া হয়েছিল। তার মধ্যে কামীস এবং পাগড়ী ছিল না। প্রিয় পাঠকবৃন্দ উল্লেখিত হাদিস দ্বারা কাফনের কাপড় সংখ্যা ৩টি তার প্রমান পাওয়া যায়, যা সহীহ হাদিস দ্বারা প্রমানিত। কিন্তু মহিলাদের কাফনের কাপড় সংখ্যা কয়টি হবে, তা উক্ত হাদিস দ্বারা স্পষ্ট বুঝা যায় না।
بَاب الثِّيَابِ الْبِيضِ لِلْكَفَنِ
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ يَمَانِيَةٍ بِيضٍ سَحُولِيَّةٍ مِنْ كُرْسُفٍ لَيْسَ فِيهِنَّ قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ
মুছান্নাফে ইবনে আবী শায়বাহ,, হাদিস নম্বর ১১১৬৪ উল্লেখ রয়েছে হযরত ওমর (রাঃ) বলেছেন, পুরুষ ব্যক্তিকে তিন কাপড়ে কাফন দিতে হবে। সীমা লংঘন করা যাবে না। নিশ্চয় আল্লাহ সীমা লংঘনকারীদের পছন্দ করেন না। আসলে নারী পুরুষের কাফনের কাপড়ের সংখ্যা একই, কোনই পার্থক্য নেই! তবে একটি দূর্বল সুত্রে পাওয়া যায়, নারীদের কাফনের কাপড় সংখ্যা ৫টি। হাদিসটি নিম্নরুপ:
بَابٌ فِي كَفَنِ الْمَرْأَة
عَنْ رَجُلٍ مِنْ بَنِي عُرْوَةَ بْنِ مَسْعُودٍ، يُقَالُ لَهُ: دَاوُدُ، قَدْ وَلَّدَتْهُ أُمُّ حَبِيبَةَ بِنْتُ أَبِي سُفْيَانَ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ لَيْلَى بِنْتَ قَانِفٍ الثَّقَفِيَّةَ، قَالَتْ: كُنْتُ فِيمَنْ غَسَّلَ أُمَّ كُلْثُومٍ بِنْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ وَفَاتِهَا، فَكَانَ أَوَّلُ مَا أَعْطَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (১) الْحِقَاءَ، (২)ثُمَّ الدِّرْعَ، ث(৩) ُمَّ الْخِمَارَ، (৪) ثُمَّ الْمِلْحَفَةَ، (৫) ثُمَّ أُدْرِجَتْ بَعْدُ فِي الثَّوْبِ الْآخَرِ، قَالَتْ: وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ عِنْدَ الْبَابِ مَعَهُ كَفَنُهَا يُنَاوِلُنَاهَا ثَوْبًا ثَوْبًا
গাক্বীফ গোত্রের কাফিনের কন্যা লায়লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা উম্মু কুলসুম (রাঃ) মারা গেলে যে মহিলা তাকে গোসল দেয় তার সাথে ’আমিও ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে (কাফনের জন্য) প্রথমে(১) তহবন্দ, তারপর (২)কামীস, তারপর(৩) ওড়না, তারপর(৪) চাদর এবং(৫) অন্য একটি কাপড় দিলেন। যা দিয়ে লাশ পেচিয়ে দেয়া হলো। লায়লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফনের কাপড়সহ দরজার পাশেই বসা ছিলেন। তিনি সেখান থেকে একটি একটি করে কাপড়গুলো আমাদেরকে প্রদান করেন।
তবে যারা এ হাদিসটি হাসান পর্যায়ের মনে করেন তারা পাঁচ কাপড়েই নারীদের কাফনের কাপড় পরিধান করান। পক্ষান্তরে ইমাম আবু দাউদ সুলায়মান ইবনে আসআস আসসিজিস্তানী (রহ:) বলেন: সনদের দিক থেকে হাদিসটি দূর্বল । প্রমান: (আবু দাউদ জানাজা অধ্যায়: পরিচ্ছেদ নং ৩৬: মহিলাদের কাফন সম্পর্কে: হাদিস নং ৩১৫৭) বি;দ্র; “মাওলানা কাজলাবী, বলেন: যেহেতু সনদ বিচার-বিশ্লেষন করার জ্ঞান সকলের নেই। কোন হাদিস সহীহ্, জয়ীফ, হাসান তা জানতে হলে অবশ্যই হাদিস শাস্ত্রবিদদের শরণাপন্ন হতে হয়। এছাড়া কোন কোন হাদিস থেকে জানা যায় যে, কাপড়ের স্বল্পতার কারনে সাহাবায়ে কেরাম (রা:) এক কাপড় অথবা দুইটি কাপড় দিয়েও মাইয়েতের কাফন করিয়েছেন। অতএব ঠেলাঠেলি দলাদলি না করে যারা তিন, দুই অথবা এক কাপড় দিয়ে কাফন করাতে চায়, করুক। তবে জেনে রাখুন তিন কাপড়ে কাফন বিশুদ্ধ সুন্নাহ্ । আল্লাহু আলামু।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: