৫ তারকা হোটেলে ৯৯০ টাকায় ইফতার সম্ভব? Dhaka Regency Hotel । 2200 taka jilapi or 5 star hotel food .
Автор: Dr. Salman Mahi Ruhul Kowser
Загружено: 2021-05-06
Просмотров: 37066
Описание:
৫ তারকা হোটেলে ৯৯০ টাকায় ভরপেট ইফতার খাওয়া সম্ভব?। 5 star food Dhaka Regency Hotel । Iftar of Dhaka,
2200 taka jilapi or 5 star hotel food .
★★★
ঘুরি ফিরি খাই দাই গ্রুপের লিনক।এই গ্রুপে যুক্ত হয়ে আমাদের সাথে ঘুরাঘুরির সূযোগ বুঝে নিন।
https://www.facebook.com/groups/25491...
★★★★★
ঘুরি ফিরি খাই দাই পেইজের লিনক।
/ ঘুরি-ফিরি-খাই-দাই-104817264538710
★★★★★
আমার ফেসবুক প্রোফাইল লিনকঃ
/ salmankowser
★★★★★
For Business inquiries contract me
[email protected]
ঢাকা রিজেন্সি হোটেল এর বিস্তারিত
/ dhakaregencyhotel
ঘুরি ফিরি খাই দাই এর আজকের পাঁচতারকা হোটেলে ইফতার এপিসোডে আপনাদের আমন্ত্রণ। 2021 সালে রোজায় 22 শত টাকা কেজি দরের জিলাপি ঢাকায় বেশ আলোচনা-সমালোচনা তুলেছে।
মহামারীর এসময় আমার মত মধ্যবিত্তের কাছে পাঁচ তারকা বা এমন দামের ইফতার বলতে গেলে প্রায় অসম্ভব এক বিষয়।
তবে এক ভাই আমাকে এমন পাঁচ তারকা হোটেলের ইফতার বাসায় পাঠিয়েই তার রিভিউ দেবার অনুরোধ
করেন। তো চলুন দেখতে থাকি জনপ্রতি 2490 টাকার ঢাকা রিজেন্সি হোটেল এর ইফতার
ঘুরি ফিরি খাই দাই এর আজকের এপিসোড এ আমরা দেখাবো পাঁচ তারকা হোটেলের সবচেয়ে রিজেনেবল প্রাইস এর ইফতার প্ল্যাটার কেমন হতে পারে। বা কি উপায় অর্ধেক বা তার চেয়েও কম দামে সেই ইফতার পাওয়া যায়।
ফাইভ স্টার হোটেলে 22 শত টাকা কেজি জিলাপির হাইপের যুগে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি আসলে সবচেয়ে রিজেনেবল প্রাইস বা কত টাকা পকেটএ থাকলে শেষ পর্যন্ত পাঁচ তারকা হোটেলের ইফতার খাওয়া সম্ভব।
প্রথমেই বলে নিচ্ছি এই পাঁচ তারকা হোটেলের ইফতার আমার সামর্থের সম্পূর্ণ বাহিরে।
ভেবেছিলাম আপনাদের দেখাবো বলে বর্তমান সময়ে আলোচিত সমালোচিত ২২০০ টাকা কেজি দামের জিলাপির উপরে একটা ভিডিও বানাবো,, কিন্তু পড়ে হিসাব করে দেখলাম এক কেজি জিলাপি দামে আমি চাইলেই পুরা ফ্যামিলি মিলেই ভরপেট বেশ কয়দিন ইফতার করতে পারব । তাই জিলাপির বিষয়টা বাদ দিলাম,, এর মাঝেই
আমার এক প্রিয় ভাই আমার বাসায় এই ইফতার গুলো পাঠান এবং তিনি আমাকে রিভিউ দিতে বলেন।
তাই শেষ পর্যন্ত রিভিউ দেওয়া।
আরেকটি বিষয়,, ইফতার আমাদের কাছে একটি অত্যন্ত পবিত্র প্রিয় এবং আবেগঘন ধর্মীয় বিষয়।
কেউ আমাকে শুধু এক গ্লাস পানি দিয়ে ইফতার করালেও সেটা আমার কাছে মুসলমান হিসেবে মহামূল্যবান।
বস্তুত কারো করানো ইফতারের কখনো কোনো রিভিউ হতে পারে না।তবে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ,খাবারের দাম মান সম্পর্কে আমরা কিছু কথা বলব।
ইন্টারনেটে মোটামুটি ঘাটাঘাটি করে যতটুকু বুঝলাম 2021 সালে সবচেয়ে রিজনাবল প্রাইসে বা সাশ্রয়ী মূল্যে ঢাকা রিজেন্সি হোটেল পাঁচতারকা ইফতার পাওয়া সম্ভব। আমরা বাসায় মোটামুটি দুই ধরনের ইফতার হোম ডেলিভারি কালেক্ট করি।
হোম ডেলিভারি নিয়ে যখন বাসায় আসে তখন কিছুটা কনফিউজড ছিলাম আসলে আমাদেরকে কয় প্যাকেট ইফতার দেয়া হলো।
তারা কি ভুলে আমাদেরকে বেশি প্যাকেট দিয়ে গেল?
যাই হোক পরে বুঝলাম বিভিন্ন আইটেম আলাদা আলাদাভাবে সুন্দর করে প্যাকেট করার মুড প্যাকেটের সংখ্যা অনেক বেশি হয়েছিল।
একটা হচ্ছে এরাবিয়ান ইফতার।
আরেকটি হলো গ্র্যান্ডিওস ইফতার।
এটার দাম 2490 টাকা।
তবে এখানে বাই ওয়ান গেট ওয়ান অপশন রয়েছে।
মোটামুটি তিনটা এফতার দিয়ে খুব সহজভাবেই 6 জন ইফতার করা সম্ভব।
এবার চলে আসেন ইফতারের বিষয়,,,
মোটামুটি সব মিলায়ে 13 ধরনের আইটেম আমরা এই ইফতার প্লাটেরে পাই।
এর মাঝে ছিল,,
চারটা বড় সাইজের মরিয়ম খেজুর , 5 টুকরো মালটা
পিয়াজু
চানা মশলা মানে আমাদের ছোলা ভাজি
Fattoush সালাদ,,
যদিও গুগোল অনুযায়ী মেনু কার্ডে তাদের সালাতের বানানটা ভুল ছিল
চিকেন শর্মা
বিফ কোপ্তা
চিজ ফ্যাটায়ার, মানে পনিরের নিমকি,
চিকেন সমুচা,
চিকেন কাবসা রাইস
এরাবিক সুইটস মানে বাসবৌসা ও কুনাফা
জালেবি বা জিলাপি
এবং নোনতা লাচ্ছি
এরাবিয়ান ইফতারের সব খাওয়া সহ এখানে এক্সট্রা আমরা পেয়েছিলাম
আলু কিমা চপ
হালিম
এবং 100 টাকা দামের মিনারেল ওয়াটার। 100 টাকা দামের মিনারেল ওয়াটার যেই মিনারেল ওয়াটার খেতে গেলে আমার গলা দিয়ে কেন জানি নামতে চায়না।
মেনু কার্ড ভালো করে উল্টা দেখার সময় দেখলাম এই খাওয়া গুলো আলাদা করে কিনলে এর দাম কয়েকগুণ হয়ে যায়,,
যেমন এখানকার যে কোফতা বা কাবাব তারা প্ল্যাতার দিয়েছেনসেটা আলাদা এক পিস কিনতে গেলে 450 টাকা গায়েব,,
যাইহোক
এই খাবারগুলোর নাম কিন্তু আমিও ভালো করে জানতাম না,,, তাই আমি আমার পরিবার সহ খাবার সময় নাম নিয়ে যথেষ্ট কনফিউশন আমাদের মাঝে তৈরি হয়,, কারণ পাঁচ তারকা হোটেলের খাওয়া খেয়ে আমরা কেউই অভ্যস্ত না।
বছরে কালেভদ্রে কেউ খাওয়ালে বা বিশাল কোন অফার থাকলে হয়তোবা খাওয়া হয়।
#IFTAR
#DrSalman
#2200_taka_jilapi
#Amari_Dhaka
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: