কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একই সাথে এইচএসসি, অনার্স ও মাস্টার্স থাকতে পারে কি?
Автор: Habibur Rahman Habib
Загружено: 2024-11-22
Просмотров: 80
Описание:
কলেজের ব্যানারে আন্দলোন চলছে তাদের কলেজগুলোকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার। এর মধ্যে এই ৭ কলেজের একটি তিতুমীর আলাদা হয়ে একাই একটি বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করে। এই দাবিতে আন্দলোন করতে গিয়ে সড়ক অবরোধ করে, ট্রেন চলাচল আটকে রাখে এবং ট্রেনে ঢিল ছুড়ে শিশুসহ অনেককেই আহত পর্যন্ত করে।
এই ৭ কলেজেতো অনার্স মাস্টার্স আছেই। ইংল্যান্ডেও এমন কলেজ আছে যেমন ইম্পেরিয়াল কলেজ, কিংস কলেজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইত্যাদি। এইগুলোর লেখাপড়ার মানে বিশ্বের সেরা অনেক বিশ্ববিদ্যালয় থেকেও সেরা। এই কলেজগুলো ওয়ার্ল্ড রেঙ্কিং-এ ১ থেকে ৫০ এর মধ্যে। নামে কি আসে যায়। এই কলেজগুলোর শিক্ষার্থীরাতো রাস্তায় নেমে বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছে না।
আমাদের কলেজগুলোর সাথে ওই কলেজগুলোর পার্থক্য কি? পার্থক্য হলো শিক্ষকের গুনে মানে। পার্থক্য হলো অর্থ বরাদ্দে ও গবেষণার সুবিধায়। পার্থক্য হলো এই কলেজগুলোতে অনার্স মাস্টার্সের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পড়ানো হয় না। আমাদের নীতিনির্ধারকরা জানে না যে অনার্স মাস্টার্স যেখানে থাকে সেখানে ওই বয়স্ক ছাত্রদের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের কম বয়সী শিক্ষার্থী থাকতে পারে না। ছাত্রদের প্রথমে আন্দোলন করা উচিত ছিল হয় উচ্চ মাধ্যমিক উঠিয়ে দিতে না হয় অনার্স মাস্টার্স উঠিয়ে দিতে। ছাত্রদের প্রথমে আন্দোলন করা উচিত ছিল অনার্স মাস্টার্স থাকলে শিক্ষক নিয়োগ পিএসসির অধীনে বিসিএস ক্যাডার নিয়োগ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের আদলে শিক্ষক নিয়োগ প্রমোশন নীতিমালা প্রণয়ন করতে। এইগুলো করলে স্বয়ংক্রিয়ভাবেই নামে কলেজ হলেও কামে বিশ্ববিদ্যালয় হয়ে যেত বা যায়।
আন্দোলনের কারণে যদি ৭ কলেজ নিয়ে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হয় তাহলে এই ব্যাধি দেশের অন্যান্য বড় বড় কলেজেও ছড়িয়ে পড়বে। ঢাকার এই ৭ কলেজতো দেশের বড় বড় জেলা শহরের চেয়ে কোন অংশে বেশি ভালো না। ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ, বরিশালের বিএম কলেজ, খুলনার বিএল কলেজ, সিলেটের এমসি কলেজ, কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ। এইগুলো বিশাল ক্যাম্পাস নিয়ে বড় বড় কলেজ। এইগুলোর সবগুলোতে অনার্স মাস্টার্স আছে এবং একই সাথে উচ্চ মাধ্যমিকও আছে।
আপনারা লক্ষ্য করলে দেখবেন যে, কলকাতাতেও আজ থেকে ২০-২৫ বছর আগে যেখানে অনার্স আছে সেখানেও উচ্চ মাধ্যমিক ছিল। তারপর তাদের সরকার এইটা বুঝেছিল যে ওটা ঠিক না। এখন যেখানে অনার্স আছে সেখানে কোথাও উচ্চ মাধ্যমিক বা অন্য কোন ডিগ্রী কোর্স নেই। যেখানে অনার্স আছে সেখানে সাধারণত পিএইচডি ব্যতীত কেউ শিক্ষক হতে পারে না। এবং কলেজগুলোর প্রতিটি বিভাগে ন্যূনতম ১০ থেকে ২০ জন শিক্ষক শুধু ৩ বছরের অনার্স পড়ানোর জন্য থাকে।
আমাদের কলেজগুলোতে যেখানে অনার্স আছে সেখান থেকে মাস্টার্স ও উচ্চ মাধ্যমিক বাদ দিন। পিএইচডি ডিগ্রীধারীদের শিক্ষক হিসাবে নিয়োগ দিন এবং শিক্ষকদের সংখ্যা বাড়ান। তাহলেইতো সমস্যার সমাধান। এইগুলোই গ্যারান্টি দিবে বিশ্বমানের শিক্ষা। ব্যাপারটা হলো শিক্ষার মানে। নামে কলেজ বললাম না বিশ্ববিদ্যালয় কিচ্ছু আসে যায় না। শুধু নিশ্চিত করুন যে যেখানে অনার্স থাকবে সেখানে মাস্টার্স ও এইচএসসি থাকবে না। ৪ বছরের অনার্স হতে হবে টার্মিনাল ডিগ্রী। এরপর যারা একাডেমিয়ায় থাকবে তারা মাস্টার্স করবে, পিএইচডি করবে। তার জন্য বিশ্ববিদ্যালয় আছে।
এই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা ছিল একটি মারাত্মক ভুল। ৭ কলেজের মান বাড়ানোর বিবেচনায় এটি করা হয়নি। এটি করা হয়েছিল তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ, অ, ম, স আরেফিন সিদ্দিকী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর রশিদের মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব যেখানে শিক্ষার্থীদের উপকার ও কল্যাণ তাদের বিবেচনার কোন অংশই ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেই তার ভার বহন করতে পারছিল না। তার উপর তখন তার প্রায় নিজের সমান আরো ৭ কলেজের ভার চাপিয়ে দেওয়া হয়। এতে কি ৭ কলেজের শিক্ষার মানের উল্লেখযোগ্য কোন উন্নতি হয়েছে? কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান নিম্নগামী হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান খারাপ হওয়া মানে বাংলাদেশের ক্ষতি। অনতি বিলম্বে ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত করা উচিত। একই সাথে ৭ টি কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার কথা বিবেচনা করা যেতে পারে বা ৭টির প্রতিটি শুধু অত্র ৪ বছরের অনার্স পড়ানোর পারমিশন দিয়ে বিশ্ববিদ্যালয় মানের শিক্ষক নিয়োগ দিয়ে যথেষ্ট সংখ্যক শিক্ষক দিন।
অনার্স ও ডিগ্রীর মধ্যে পার্থক্য,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ২০২১,জাতীয় বিশ্ববিদ্যালয়,বি বি এ অনার্স অর্থ কি?,বিবিএ নিয়মিত ও বিবিএ প্রফেশনাল এর মধ্যে পার্থক্য কি,স্নাতক ও স্নাতক ডিগ্রির মধ্যে পার্থক্য কি,অনার্স ভর্তিতে কত টাকা লাগে?,অনার্স,মাস্টার্স না করলে লোকে কী বলবে,অনার্স পড়তে কত টাকা লাগে,ডিগ্রী/ স্নাতক/ মাস্টার্স এর মারমার কাটকাট বিশ্লেষণ,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি ২০২১,জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট নিউজ রেজাল্ট,অনার্স ভর্তি কত টাকা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: