"কুকুর তিহার" __মানুষ ও পশু ভালোবাসার বন্ধন 🌿🥀
Автор: মুর্শিদাবাদ: এক মাটির পৃথিবী 🌿
Загружено: 2025-10-27
Просмотров: 125
Описание:
🐾 কুকুর তিহার — ভালোবাসার এক নিঃস্বার্থ উৎসব
২১ তারিখের সকালটা ছিল একদম শান্ত, কুয়াশায় মোড়া পাহাড়ি গ্রাম।
রাস্তার ধারে হাঁটতে হাঁটতে দেখি, এক বৃদ্ধ কুকুরের গলায় গাঁদা ফুলের মালা, কপালে তিলক, পাশে দাঁড়িয়ে ছোট্ট এক মেয়ে হাসছে।
দৃশ্যটা প্রথমে অবাক করেছিল, পরে বুঝলাম—আজ “কুকুর তিহার”।
নেপালের এই প্রাচীন উৎসবটি পাঁচদিনব্যাপী তিহার উৎসবের দ্বিতীয় দিনে পালিত হয়, যা ভারতের দীপাবলির সমতুল্য।
এই দিনে পাহাড়বাসীরা তাদের চিরবিশ্বাসী বন্ধু—কুকুরদের—প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
তাদের গলায় মালা পরানো হয়, কপালে তিলক দেওয়া হয়, আর পরিবেশ ভরে ওঠে স্নেহে ও আনন্দে।
আজ নেপালের গণ্ডি পেরিয়ে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহারসহ বহু স্থানে এই উৎসব সমান আবেগে পালিত হয়।
মানুষ ও প্রাণীর বন্ধনের এই হৃদয়স্পর্শী উৎসব আমাদের মনে করিয়ে দেয়—
যে সমাজ প্রাণীদের সম্মান দিতে জানে, সেই সমাজই প্রকৃত অর্থে মানবিক। 🕊️
সেদিন পাহাড়ি বাতাসে যেন মিশে ছিল মমতার গন্ধ—
এক নিঃশব্দ উৎসব, যেখানে ভালোবাসা কথা বলে মানুষের চোখে আর কুকুরের নিষ্পাপ দৃষ্টিতে। 🌸
#KukurTihar #NepalTradition #AART #Coochbehar #LoveForAnimals #Humanity #MountainLife #TravelStories #Darjeeling #Kalimpong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: