যাদু, বান মারা, জ্বীন চালান, তাবিজ এবং বদ নজর থেকে বরই পাতার গোসল খুবই গুরুত্বপূর্ণ।মুফতী সাদীকুর রঃ
Автор: Subhan tv24
Загружено: 2025-10-09
Просмотров: 69
Описание:
যাদু, বান মারা, জ্বীন চালান, তাবিজ এবং বদ নজর থেকে বরই পাতার গোসল খুবই গুরুত্বপূর্ণ।মুফতী সাদীকুর রঃ
🕋 রুকইয়াহ (رقية) কী?
রুকইয়াহ একটি আরবি শব্দ যার অর্থ ঝাড়ফুঁক, ফুঁ দেয়া, বা আল্লাহর সাহায্যে রোগ নিরাময়ের উদ্দেশ্যে কুরআনের আয়াত ও দোয়া পাঠ করা।
এটি শরিয়তসম্মত চিকিৎসা পদ্ধতি, যেখানে কুরআনের আয়াত, হাদীসের দোয়া, এবং আল্লাহর নাম ব্যবহার করে শারীরিক বা মানসিক রোগের চিকিৎসা করা হয়।
📖 কুরআনের আয়াত ব্যবহার
রুকইয়াহতে সাধারণত নিচের আয়াতগুলো ব্যবহার করা হয়:
সূরা ফাতিহা: রোগ নিরাময়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত আয়াত।
আয়াতুল কুরসী (সূরা বাকারা ২:২৫৫): জিন ও শয়তানের প্রভাব থেকে রক্ষা পেতে।
সূরা ইখলাস, ফালাক, নাস: নিরাপত্তা ও সুরক্ষার জন্য।
👩⚕️ কে রুকইয়াহ করতে পারে?
নিজে নিজেও রুকইয়াহ করা যায়, যদি আয়াত ও দোয়া জানা থাকে।
অভিজ্ঞ ব্যক্তি দ্বারা রুকইয়াহ করানো যায়, তবে তা হতে হবে শরিয়তসম্মতভাবে, কোনো তাবিজ বা শিরক ছাড়া।
❌ রুকইয়াহতে যা করা যায় না
তাবিজ, ছবি, জন্মতারিখ ইত্যাদি ব্যবহার করা হয় না।
শিরক বা জাদু জাতীয় কিছু সম্পূর্ণ নিষিদ্ধ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: