আমন ধানের সবচেয়ে উচ্চ ফলনশীল জাত | ১০০ দিনে বিঘা প্রতি ৬৫মন ধান |অসাধারণ ধানের ফলনShakil Daily Vlog
Автор: Shakil Daily Vlog
Загружено: 2023-10-09
Просмотров: 24
Описание:
আমন ধানের সবচেয়ে উচ্চ ফলনশীল জাত | ১০০ দিনে বিঘা প্রতি ৬৫মন ধান |অসাধারণ ধানের ফলন Shakil Daily Vlog
একেবারে কাকতালীয় ভাবে নতুন একটি ধান বীজের আবির্ভাব ঘটেছে বাংলাদেশে, যাকে এ যাবৎকালের সর্বোচ্চ ফলনের ধান হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
‘ফাতেমা’ নামের এই ধানে প্রতিবিঘায় ফলন পাওয়া যায় ৫০ মণ, যেখানে অন্য একটি ভালো জাতের হাইব্রীড ধানের তুলনায় ফলন চারগুণ বেশি।
পাশাপাশি এই ধান ঝড়, খরা এবং লবণাক্ততা সহনীয়। গাছের উচ্চতা প্রায় ৫ ফুট, যা অন্য ধানের তুলনায় বেশি। গাছগুলো শক্ত হওয়ায় হেলে পড়ে না। আর এক একটি ধানের শীষে ৭৫০-১০০০টি করে ধান হয়।
সম্প্রতি নওগাঁর মান্দা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক কৃষকের চাষ করা এই ধান ব্যাপক সাড়া ফেলেছে। চলতি মৌসুমে তিনি দেড়বিঘা জমিতে প্রায় ৭৫মণ ধান পেয়েছেন। এ ধানে রোগ ও পোকামাকড়ের হার তুলনামূলক কম। এছাড়া চাল খুব চিকন ও ভাতও খেতে সুস্বাদু।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, ২০১৬ সালে প্রথম ওই অলরাউন্ডার ধান চাষ করেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের একজন কৃষক। ওই বছর বোরো মৌসুমে তার বাড়ির পাশে জমিতে হাইব্রিড আফতাব-৫ জাতের ধান কাটার সময় তিনটি ভিন্ন জাতের ধানের শীষ তিনি দেখতে পান। ওই তিনটি শীষ অন্যগুলোর চেয়ে অনেক বড় এবং শীষে ধানের দানার পরিমাণও অনেক বেশি ছিল।
এরপর ওই ধানের শীষ তিনটি বাড়িতে এনে শুকিয়ে বীজ হিসেবে ব্যবহার করে এ ধান চাষ শুরু করেন। তিনি তার মায়ের নামানুসারে নাম না জানা এই ধানের নাম রাখেন ‘ফাতেমা ধান’।
‘ফাতেমা’ জাতের এই ধান কোন জাতের এবং কোথা থেকে, কিভাবে এলো এসব জানতে ইতোমধ্যে গবেষণার কাজ শুরু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তাদের লক্ষ্য, সারা দেশে কৃষকদের মাঝে এই বীজ ছড়িয়ে দেয়ার।
#dailyvlog
#vlog
#dailyvlog
#studybloggers
#banglablog
#familyblog
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: