তিশা যখন দশম শ্রেণির ছাত্রী তখন থেকেই মোস্তাকের কুনজর ছিল বলেও অভিযোগ সাইফুলের।
Автор: Jonota
Загружено: 2024-02-17
Просмотров: 73
Описание:
তিশা যখন দশম শ্রেণির ছাত্রী তখন থেকেই মোস্তাকের কুনজর ছিল বলেও অভিযোগ সাইফুলের। তাই মেয়েকে কাছে পেতে নানারকম পরিকল্পনা করেন মোস্তাক। এইজন্য মোস্তাক তাঁর মেয়ে তন্মিমাকেও ব্যবহার করেন।
সাইফুল বলেন, ‘সে তন্মিমার সঙ্গে আমার মেয়ের বন্ধুত্ব করায়। তারপর মেয়ের বান্ধবীর পেছনে টাকা খরচ করতে থাকে। মুস্তাক ছেলে ভাড়া করে আমার মেয়ের বয়ফ্রেন্ড বানিয়ে তাকে দিয়েই ছবি তোলায়।’
এভাবে অন্তত ১০-১২ জনের সঙ্গে তাঁর মেয়ের অশ্লীল ছবি তুলে সেগুলি দিয়েই তিশাকে ব্ল্যাকমেল করা হয়েছে। বিয়ের কাবিননামায় সাক্ষর করেছে মোস্তাকের বাড়ির কাজের লোক বলেও অভিযোগ করেন তিনি।
এইজন্য ওই কলেজের প্রিন্সিপ্যালও নিজের দায়ভার এড়াতে পারেন না বলেও দাবি করেন সাইফুল।সাইফুলের দাবি, তিশা মেডিক্যাল বোর্ডের সামনে জবানবন্দি দিয়ে জানিয়েছে যে তাঁকে ব্ল্যাকমল করা হয়েছে।
অশ্লীল ছবি করে তাঁকে কাবিননামায় স্বাক্ষর করতে বলা হয়। মোস্তাক কাবিননামায় স্বাক্ষর নিয়ে এখন এটাকে বিয়ে হিসেবে চালিয়ে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।সাইফুল ইসলামের দাবি, তাঁর মেয়েকে ব্ল্যাকমেল করা হয়েছে।
তিশা এবং মোস্তাকের সম্পর্ককে ‘বিয়ে’ বলতে নারাজ। বুধবার, ফেসবুক লাইভে, ‘জামাই’-এর বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। সেই সঙ্গে বিস্ফোরক অভিযোগ এনেছেন খন্দকার মোস্তাকের বিরুদ্ধে।ঢাকার মতিঝিলের
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তিশা এবং ওই কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুস্তাকের বিয়ে নিয়ে এখন তোলপাড় বাংলাদেশ। অমর একুশে বইমেলায় এই দম্পতির দুটি বই প্রকাশের পরে
সমালোচনা তুঙ্গে ওঠেছে। অনেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কটুক্তি করলেও তিশার দাবি, তিনি কোনও প্রলোভনে নয় ভালোবেসেই বিয়ে করেছেন মুস্তাককে। তাঁদের কী কোনও স্বাধীনতা নেই বলেও প্রশ্ন তুলেছেন তিশা।
আর এইবার এই ইস্যুতে মুখ খুলেছেন তিশার বাবা।
বাংলাদেশ জুড়ে আলোচনায় সিনথিয়া ইসলাম তিশা এবং খন্দকার মুস্তাক আহমেদের বিয়ে। ঢাকার একুশে বইমেলায় গিয়েও হেনস্থার শিকার হয়েছেন অসমবয়সী এই দম্পতি। ১৮ বছরের তিশাকে বিয়ে করেছেন
৬০ বছরের খন্দকার মুস্তাক। তারপর থেকেই তাদের নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে বাংলাদেশে। নিরাপত্তা চেয়ে তাঁরা আবেদন করেছেন ঢাকা পুলিশের কাছে। আর এই সময়েই বয়সে বড় জামাইয়ের বিরুদ্ধে
বিস্ফোরক অভিযোগ করেছেন তিশার বাবা সাইফুল ইসলাম। তাঁর অভিযোগ, ব্ল্যাকমেল করে তিশাকে বিয়ে করেছেন মুস্তাক।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: