অহংকারের বিষয় বাইবেল পদ | Bible verses about pride | Pastor Rocky | গুরুত্বপূর্ণ বাইবেলের বাক্য পাঠ
Автор: Pastor Rocky
Загружено: 2025-09-13
Просмотров: 242
Описание:
যাদের অন্তর গর্বিত তাদের সবাইকে সদাপ্রভু ঘৃণার চোখে দেখেন;
তোমরা নিশ্চয়ই জেনো তারা শাস্তি পাবেই পাবে।
Proverbs 16:5
দুষ্ট লোক অহংকারের দরুন সদাপ্রভুকে অগ্রাহ্য করে;
তার কুমতলবের পিছনে এই চিন্তা রয়েছে-
ঈশ্বর বলে কেউ নেই।
Psalm 10:4
আমি ঈশ্বরের কাছ থেকে যে বিশেষ দয়া পেয়েছি তার মধ্য দিয়ে আমি তোমাদের প্রত্যেককে বলছি, নিজেকে যতটুকু বড় মনে করা উচিত তার চেয়ে বেশী বড় তোমরা নিজেকে মনে কোরো না, বরং যতটুকু উপযুক্ত ততটুকুই মনে কোরো। ঈশ্বর যাকে যতটা বিশ্বাসের শক্তি দিয়েছেন তার বেশী কেউ যেন নিজেকে মনে না করে।
Romans 12:3
মানুষের অন্তরের গর্ব ধ্বংস আনে,
কিন্তু নম্রতা সম্মান আনে।
Proverbs 18:12
দিও সদাপ্রভু সব কিছুর উপরে আছেন
তবুও তিনি নীচু অবস্থার লোকদের দিকে নজর রাখেন,
কিন্তু অহংকারীদের তিনি দূর থেকেই জানেন।
Psalm 138:6
কিন্তু যখন তাঁর অন্তর গর্বিত ও অহংকারে কঠিন হয়ে উঠল তখন তাঁকে তাঁর রাজসিংহাসন থেকে নামিয়ে দেওয়া হল এবং তাঁর সম্মান নিয়ে নেওয়া হল।
Daniel 5:20
অন্য লোকে তোমার প্রশংসা করুক,
তোমার নিজের মুখ না করুক;
হ্যাঁ, অন্য লোকে তা করুক।
Proverbs 27:2
কিন্তু ঈশ্বরের দয়া আরও বেশী। সেইজন্য শাস্ত্রে লেখা আছে, “ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান, কিন্তু নম্রদের দয়া করেন।” এইজন্য ঈশ্বরের অধীনে থাক। শয়তানকে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে।
James 4:6
সদাপ্রভু বলছেন, “জ্ঞানী লোকেরা তাদের জ্ঞানের গর্ব না করুক, কিম্বা শক্তিশালীরা তাদের শক্তির গর্ব না করুক কিম্বা ধনীরা তাদের ধনের গর্ব না করুক, 24কিন্তু যে গর্ব করতে চায় সে এই নিয়ে গর্ব করুক যে, সে আমাকে বোঝে ও জানে, অর্থাৎ সে জানে যে, আমিই সদাপ্রভু; আমার ভালবাসা অটল আর পৃথিবীতে আমার কাজ ন্যায়ে ও সততায় পূর্ণ। এই সমস্ত বিষয়েই আমি আনন্দ পাই। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Jeremiah 9:23
সেইভাবে যুবকেরা, তোমরা প্রধান নেতাদের অধীনে থাক। তোমরা সবাই নম্র হয়ে একে অন্যের সেবা কর, কারণ পবিত্র শাস্ত্রের কথামত, “ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান, কিন্তু নম্রদের দয়া করেন।”
Peter 5:5
বাংলায় প্রভু যীশুর শিক্ষা, গান, নাচ, নাটক, প্রচার, সাক্ষ্য, প্রার্থনা, ভ্রমণ অভিজ্ঞতা, বাক্য আলোচনা, ভাববানী এবং আরও জানতে Subscribe করে রাখুন আমাদের সকল চ্যানেলগুলোকে।
RTM Gospel Production - / @rtmgp
Rocky Talukder Ministry - / @rtmgospel
Pastor Rocky - / @pastorrocky
Christian TV Bangla - / @christiantvbangla
Life Of RP - / @papiyarocky
Rocky Talukder - / @rockyrtm
আপনি আপনার দান, উপহার বা সাহায্য পাঠাতে পারেন । যেন আমরা আরও যীশুর গান, নাচ, প্রচার ও প্রভুর কাজ করতে পারি।
If you willing to Donation & Send your support for our media Ministry.
🏦💰
Whastapp Message : +919239526799
📧
Email Contact: [email protected]
অহংকারের বিষয় বাইবেল পদ | Bible verses about pride | Pastor Rocky | গুরুত্বপূর্ণ বাইবেলের বাক্য পাঠ
#banglasermon #bengalibiblestudy #pastorrocky
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: