চোখ ওঠা রোগীর দিকে তাকালে কি চোখ ওঠে
Автор: Manjur's Studio
Загружено: 2024-03-08
Просмотров: 242
Описание:
চোখ ওঠা রোগীর দিকে তাকালে কি চোখ ওঠে
বসন্ত এসেছে। এ সময় তাপমাত্রা, বাতাসে আর্দ্রতা ইত্যাদিতে পরিবর্তন আসে। বাতাস শুষ্ক থাকে, ঝরা পাতা বাড়ে। ঋতুবৈচিত্র্যের এসব দিনে চোখের রোগবালাইয়ের আবির্ভাবও ঘটে। এ সময় ফুলের রেণু বাতাসে ভেসে বেড়ায়। তাতে চোখের অ্যালার্জিসহ চোখ ওঠা রোগের উপসর্গ দেখা দিতে পারে। একে বলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এতে চোখ লাল হয়ে যায়, পানি পড়ে, চুলকানি হয়।
চোখ ওঠা আসলে ভাইরাসজনিত সংক্রমণ। কনজাংটিভা বা চোখের পর্দায় প্রদাহ হলে তাকে চোখ ওঠা বলা হয়। চোখ ওঠা রোগীর চোখের দিকে তাকালে কারও চোখ ওঠে—এটি কুসংস্কার। তবে এটি অতিমাত্রায় ছোঁয়াচে রোগ। এতে রোগীর হাতের বা ব্যবহৃত জিনিসপত্রের সংস্পর্শ আশপাশের অনেককেই আক্রান্ত করতে পারে।
#health #shortsfeed #হেলথটিপস #বাংলাহেলথটিপস #eys #eye #চোখ #শট
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: