ধানের পাতা হলুদ হওয়ার কারণ | ধান গাছের পাতা হলুদ হয়ে মারা যাচ্ছে | Dhaner Pata Holud | Emran Agro
Автор: Emran Agro
Загружено: 2024-09-24
Просмотров: 15058
Описание:
ধানের পাতা হলুদ হওয়ার কারণ | ধান গাছের পাতা হলুদ হয়ে মারা যাচ্ছে | Dhaner Pata Holud | Emran Agro
ব্যাকটেরিয়াজনিত পাতা (পাড়া রোগ (BLB)
ব্যবস্থাপনাঃ
প্রাথমিক অবস্থায় (১) আক্রান্ত ক্ষেতে বিঘা প্রতি ৫ কেজি পটাশ সার
প্রয়োগ করে মাটিতে ভালভাবে মিশিয়ে দিলে এ রোগের তীব্রতা কমে।
অথবা
প্রতি লিটার পানিতে ৬ গ্রাম পটাশ (লাল পটাশ সার ৮.
ঘন্টা ভিজিয়ে রেখে
ছেকে নিতে হবে) বা ফাষ্ট ফটাশ বা কুইক পটাশ,
৬ গ্রাম সালফার
এবং প্রতি শতকে ৫ গ্রাম ফিটকিরি ভালো করে মিহি গুড়ো করে নিবে
এবং ১ গ্রাম
চিলেটেড জিংক ভালোভাবে মিশিয়ে একত্রে স্প্রে করতে হবে। প্রতি শতকে ২
লিটার স্প্রে করবেন।
প্রয়োজনে ৬-৭ দিন পর দ্বিতীয় বার আবার স্প্রে করবেন।
আক্রান্ত বেশী হলে—
ব্যাকট্রোবান (প্রতি লিটারে ৪ গ্রাম) বা ব্যাকট্রল (প্রতি লিটারে ৪ গ্রাম) বা
ব্যাকটাফ (প্রতি লিটারে ১.৫ গ্রাম) বা কিমিয়া (প্রতি লিটারে ৩ গ্রাম) – যে
কোন ১ টি প্রতি শতকে ২ লিটার হারে স্প্রে করবেন।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: