জিয়া উদ্দ্যান || Jiya Uddan || চন্দ্রিমা উদ্দ্যান || Chandrima Uddan || Mosharof Vlogs Vlog - 03
Автор: Deep Moment
Загружено: 2025-08-13
Просмотров: 26
Описание:
escription
জিয়া উদ্দ্যান || Jiya Uddan || চন্দ্রিমা উদ্দ্যান || Chandrima Uddan || Mosharof Vlogs || Vlog - 06
Mosharof Vlogs
126
Likes
13,396
Views
21 Nov
2024
#chandrima
#chandrimaUddan
#ziauddan
জিয়া উদ্যান || Zia Uddan || চন্দ্রিমা উদ্যান || Chandrima Uddan || Mosharof Vlogs || Vlog - 06
চন্দ্রিমা উদ্যান রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত। সাবেক রাষ্ট্রপতি বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত। সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসেন। ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান।
নামকরণ: প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল "চন্দ্রিমা উদ্যান" । কারো কারো মতে, এখানে চন্দ্রিমা নামে একজনের বাড়ি ছিল, সেখান থেকেই এই নামের উৎপত্তি। আবার কারো কারো মতে, দক্ষিণপাশে অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকের সাথে মিল রেখে রাষ্ট্রপতি এরশাদ এর নাম চন্দ্রিমা উদ্যান রেখেছিলেন। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে একে জিয়া উদ্যান নামকরণ করেন। এখন এই স্থানটি কারো কাছে চন্দ্রিমা উদ্যান আবার কারো কাছে জিয়া উদ্যান নামে পরিচিত ।
অবস্থান ও আয়তন: চন্দ্রিমা উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন, উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বাণিজ্য মেলার মাঠ, পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁও পুরানো বিমানবন্দর । এ উদ্যানটি ৭৪ একর জায়গা জুড়ে অবস্থিত।
ক্রিসেন্ট লেক ও ফোয়ারা: জিয়াউর রহমানের সমাধির দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত। এটি বাঁকা চাঁদের মত দেখতে বিধায় ক্রিসেন্ট লেক নাম রাখা হয়েছে। এটির দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে ও দর্শণার্থীদের বসার স্থান করা হয়েছে চারপাশজুড়ে। ভিতরে প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে তৈরি হয়েছে মনোরম সেতু। ক্রিসেন্ট লেকের মাঝে ঝুলন্ত সেতুর দুই পাশে দুটি ফোয়ারা রয়েছে। সন্ধ্যার পর ফোয়ারাগুলো চালু করা হলে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা ঘটে।
মসজিদ ও মেমোরিয়াল হল: সংসদ ভবনের উত্তর পাশের প্রধান ফটক থেকে একই সরল রেখায় ঝুলন্ত সেতু, সমাধির ছাউনির চূড়া এবং মসজিদের মিনারের কেন্দ্র। উদ্যানের উত্তর পাশে নির্মিতব্য দ্বিতল ভবনের উপর রয়েছে মসজিদ। ওই ভবনে রয়েছে বিশ্রামের জায়গা।
বাগান: চন্দ্রিমা উদ্যানের পূর্ব ও পশ্চিম চত্বরে রয়েছে দু’টি বাগান। তাতে রয়েছে বিভিন্ন রকমের ফুল আর পাতা বাহারের সমাহার। লাগানো হয়েছে দেশি-বিদেশি সবুজ ঘাস ও গাছগাছালি। বাগানে রয়েছে নানা প্রজাতির গাছ।
সতর্কতা: আপনারা যারা পরিবার নিয়ে জিয়া উদ্দানে ঘুরতে আসবেন চেষ্টা করবেন সেইফ এরিয়ার মধ্য ঘুরতে। তাছাড়া বিভিন্ন ধরনের অনাকাঙ্খিত ঘটনা আপনাদের সামনে পরতে পারে যা দেখে বিব্রতকর অবস্থায় পরতে পারেন।
#chandrima #chandrimaUddan #ziauddan #crisentlake #ganabhaban #ganabhaban #nationalparlament #nationalparlament2024 #internationaltradefair #internationaltradefairs
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: