ইসলামে দেনমোহরের বিধিবিধান,। দেনমোহর সম্পর্কিত হাদিস(দ্বীনের তালীম youtube চ্যানেল) dinner talim
Автор: দ্বীনের তালীম
Загружено: 2022-09-22
Просмотров: 77
Описание:
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
সম্মানিত ভিউয়ার
যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আজকের এই ভিডিওটি দেখলে শুনলে আপনারা বুঝতে পারবেন। ইসলামে দেনমোহরের বিধিবিধান,। দেনমোহর সম্পর্কিত হাদিস(দ্বীনের তালীম youtube চ্যানেল)
আপনারা এখন যে চ্যানেলটি দেখতেছেন এ চ্যানেলটির নাম হল দ্বীনের তালীম ইউটিউব চ্যানেল।
এই চ্যানেলটির নামই হল দ্বীনের তালীম youtube চ্যানেল অর্থাৎ মানুষকে সর্ব অবস্থায় দ্বীনের তালীম দেওয়ার জন্য শোনানোর জন্য এই চ্যানেল প্রস্তুত থাকবে।
বিশেষ করে এই চ্যানেলের মধ্যে নৃত্য প্রয়োজনীয় ইসলামিক বিষয় মাসআলা প্রতিনিয়ত আপলোড করা হয়।
যারা ইসলামকে ভালোবাসেন দ্বীনকে মহব্বত করেন।
তারা এই চ্যানেলটি ফলো করবেন ইনশাআল্লাহ।
কারণ এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত মানুষকে ভালো পথের আসার জন্য ভিডিও দেওয়া হয়। ভিডিওতে বোঝানো হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে। আর তা হলো যারা কোরআন পারেন না কোরআন পড়তে পারেন না । কোরআন বুঝেন না। কিন্তু অন্তরে আগ্রহ আছে শেখার। কিন্তু কারো কাছ থেকে শেখার মনোভাব করতে পারেন না। তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ এই চ্যানেলটি। এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন । নূরানী কায়দা শিক্ষার হরফ শিক্ষার জিরো থেকে নিয়ে একেবারে কায়দা শেষ পর্যন্ত। আপনি সহি ভাবে ভিডিও দেখে দেখে আরবি শিক্ষা নিতে পারবেন। পূর্ণাঙ্গভাবে কোন মানুষের প্রয়োজন হবে না । কারো দরকার হবে না । এবং কায়দা যখন আপনার শিখা হয়ে যাবে। তখন আপনি আমপারা পড়তে পারবেন।
এবং কোরআন শিক্ষার মনোভাব তৈরি হয়ে যাবে। কোরআন ও শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। সেই অনুপাতে বলবো এই চ্যানেলটি আপনারা নিজে সাবস্ক্রাইব করুন । এবং অন্যদের মাঝে শেয়ার করুন। যাতে করে অন্য মুসলমান ভাই ও। দ্বীনের তালীম শুনতে পারে। দ্বীনের তালীম বুঝতে পারে
my YouTube channel
#dinnertalim
#দ্বীনেরতালীম
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: