খাবার পানি ও ব্যাটারি পানির ব্যবসা
Автор: Business Solution BD
Загружено: 2022-01-29
Просмотров: 195
Описание:
এক পুঁজিতে দুই ব্যবসা
ড্রিংকিং ওয়াটার এবং ব্যাটারি ওয়াটার ব্যবসার আইডিয়া
মানুষের খাদ্য তালিকায় আর কিছু থাক বা না থাক, বিশুদ্ধ খাবার পানি অবশ্যই থাকতে হবে। অন্য সব কিছু না খেয়ে বাঁচা যায়, কিন্তু পানি না খেয়ে বাঁচা যায় না। শহরাঞ্চলে বিশুদ্ধ খাবার পানি এখন দুর্লভ জিনিসে পরিণত হয়েছে। কারণ ওয়াসার মাধ্যমে যে পানি সরবারহ করা হয় বাস্তবিক অর্থেই সেটা খাবার উপযোগী নয়।
বাধ্য হয়ে মানুষকে খুঁজতে হয় পানি বিশুদ্ধ করার বিকল্প অথবা বিশুদ্ধ পানির সন্ধান। এর মধ্যে বাসা-বাড়ির জন্য পানি ফুটানো, বিশুদ্ধকরণ মেশিন,স্থানীয় পদ্ধতি ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। আর অফিস আদালতে বোতলজাত পানি অথবা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ করা জারের পানি পান করতে হয়। দিনে দিনে মানুষ যেহেতু স্বাস্থ্য সচেতন হচ্ছে, তাই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের চাহিদাও সমান হারে বেড়েই চলেছে। এই চাহিদাকে মাথায় রেখে আপনি গড়ে তুলতে পারেন আপনার ব্যবসা। দিতে পারেন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।
কিছু জায়গা আর হাতে ভালো পুঁজি থাকলে স্থাপন করতে পারেন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।
যেভাবে শুরু করবেনঃ
একটি পূর্ণাঙ্গ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করতে প্রথমে পানি রাখার জন্য একটি রিজার্ভ ট্যাংক তৈরি করতে হবে। যদি ওয়াসার পানির ব্যবস্থা না থাকে, তাহলে সাবমার্সেবল মেশিনের সাহায্যে মাটির গভীর থেকে পানি তোলার ব্যবস্থা করতে হবে। এরপর তৈরি করতে হবে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এই প্লান্টের মাধ্যমে ফিল্টার পদ্ধতিতে পরিশোধন করে খাওয়ার উপযোগী করে তোলা হয় সাধারণ পানি।
পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়াঃ
ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পানি বিশুদ্ধ করার জন্য প্রথমে পানি স্টোরেজ ট্যাংক থেকে প্লান্টের ম্যাঙ্গানিজ সিলিন্ডারে প্রবাহিত করা হয়। এই সিলিন্ডারে ফিল্টার করে পানির আয়রন দূর করা হয়। এরপর কার্বন ফিল্টারের মাধ্যমে ময়লা ও দুর্গন্ধ দূর করে রেজিন সিলিন্ডারে ঢোকানো হয় পানি। রেজিন সিলিন্ডারে পানির মাত্রা নির্ধারণ করে জারে সংরক্ষণ করা হয়।
বাজারজাতকরণঃ
আপনি যদি শুধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি বিশুদ্ধ করতে চান, তাহলে আপনার আর বেশি কিছু করতে হবে না। শুধুমাত্র কিছু পানি সরবারহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করলেই চলবে। তাদের চাহিদা মত নিয়মিত পানি দিলেই আপনার কাজ শেষ। কিন্তু যদি আপনি পানি বিশুদ্ধকরণের সাথে সাথে পানি সরবারহ করতে চান তাহলে পরিবেশকের ট্রেড লাইসেন্স, নাম-ঠিকানা সংবলিত প্যাড এবং পানির জার সংরক্ষণের জন্য নির্দিষ্ট জায়গা তথা সংরক্ষণাগার থাকতে হবে।
তবে এক্ষেত্রে সবার আগে প্রয়োজন যে এলাকায় পানি সরবারহ করবেন সেখানে আপনার পরিচিতি। এরপর এলাকার অফিস-আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ফাস্টফুডের দোকান, রেস্টুরেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর, চা দোকানে গিয়ে পানির চাহিদা এবং অর্ডার নিতে হবে এবং পানি সরবারহ করতে হবে।
আয়-রোজগার
ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তথা পানি বিশুদ্ধকরণ ও পানি সরবারহ দু’টো এক সাথে করলে লাভ তুলনামূলক একটু বেশি হবে। কর্মচারীদের বেতন, দোকান ভাড়াসহ অন্যান্য খরচ দেয়ার পরেও মাসে ১০০০০০/১২০০০০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা আয় করা সম্ভব। ক্যাপাসিটী অনুয়ায়ী বেশিও আয় করা সম্ভব।তবে এক্ষেত্রে পানির সঠিক মান নিশ্চিত, নির্দিষ্ট সময়ে পানি সরবারহসহ গ্রাহকদের সকল চাহিদা নিশ্চিত করতে হবে।
ব্যাটারী ওয়াটারঃ ব্যাবসা............................................
আমাদের দেশে শহর এবং গ্রাম অন্ঞলে যেভাবে অটো ও অন্যান্য গাড়ি গুলোর সংখ্যা বাড়তেছে এজন্য বেটারী ওয়াটার প্লান্ট ব্যাবসা করেসব খরচ বাদ দিয়ে মাসে ৫০০০০/৭০০০০ টাকা আয় করা সম্ভব।ক্যাপাসিটী অনুয়ায়ী বেশিও আয় করা সম্ভব।
ব্যাটারী ওয়াটার ব্যবসার জন্য বাড়তি তেমন কোন খরচ লাগেনা শুধু আলাদা কিছু ক্যামিক্যাল এবং ট্রেড লাইসেন্স লাগবে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
156, South Kamalapur,
Dhaka-1217, Bangladesh
Hot Line: +8801973888831
Mobile: +8801742900012, 8801866780033, 8801842093949
@Business Solution BD
#Business#Solution#BD
#drinking_&_Battery_Water_Business_BD#খাবার#পানি#ব্যবসা#ব্যাটারি#water_treatment_plant_BD
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: