বিহারীলাল চক্রবর্তী।Biharilal Chakraborty।বিহারীলাল চক্রবর্তী সাহিত্যকর্ম ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
Автор: Pathshala365
Загружено: 2021-11-24
Просмотров: 5031
Описание:
বিহারীলাল চক্রবর্তী। Biharilal Chakraborty
বিহারীলাল চক্রবর্তী সাহিত্যকর্ম ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
বিহারীলাল চক্রবর্তী এর জীবনী ও সাহিত্যকর্ম
’তাঁর প্রথম স্বার্থক গীতিকাব্য – ‘বঙ্গসুন্দরী’।
তিনি নারীকে দেখেছে ’মাতা-জায়া-কন্যাসহ বিচিত্র রূপে – ‘বঙ্গসুন্দরী’ কাব্যে।
’বঙ্গসুন্দরী’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৭০ সালে।
তাঁর লেখা খুবেই বিখ্যাত চারটি চরণ – সর্বদাই হু হু করে মন, বিশ্ব যেন মরুর মতন। চারি দিকে ঝালাফালা। উঃ কী জ্বলন্ত জ্বালা, অগ্নিকুন্ডে পতঙ্গপতন।
আধুনিক বাংলা সাহিত্যের একটি স্তম্ভস্বরূপ – ‘সারদামঙ্গল’ কাব্য।
রবীন্দ্রনাথ ঠাকুর ‘সারদামঙ্গল’ কাব্য সম্পর্কে লিখেছেন – “সূর্যস্ত কালের সুবর্ণমন্ডিত মেঘমালার মত সারদামঙ্গলের সোনার শ্লোকগুলি বিবিধরূপের আভাস দেয়। কিন্তু কোন রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না। অথচ সুদূর সৌন্দর্য স্বর্গ হইতে আকটি অপূর্ণ পূরবী রাগিণী প্রবাহিত হইয়া অন্তরাত্মাকে ব্যাকুল করিয়া তুলিতে থাকে।”
’সারদামঙ্গল’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৭৯ সালে।
’বন্ধুবিয়োগ’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ।
তাঁর ’বন্ধুবিয়োগ’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৭০ সালে।
আত্মজৈবনিক কাব্য – ‘সাধের আসন’ (যেখানে ১০টি সর্গ ও একটি উপসংহার রয়েছে।
’সাধের আসন’ কাব্যগ্রন্থের রচয়িতা – বিহারীলাল চক্রবর্তী।
’১৮৮৯ সালে-সাধের আসন’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ।
’সাধের আসন’ কব্যে উপসংহারে সংযোজিত – লোক সংগীত।
’সারদামঙ্গল’ কাব্যের রচয়িতা – বিহারীলাল চক্রবর্তী।
’দেবরাণী’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ।
’দেবরাণী’ কাব্যগ্রন্থের রচয়িতা – বিহারীলাল চক্রবর্তী।
১৮৮২ সালে-’দেবরাণী’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ।
’ধূমকেতু’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ।
তাঁর রচিত ’ধূমকেতু’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৯৯ সালে।
তাঁর রচনাবলির মধ্যে রয়েছে – ‘স্বপ্নদর্শন’(১৮৭০), ’প্রেমপ্রবাহিণী’ (১৮৭০), ‘নিসর্গসন্দর্শন’ (১৮৭০) ‘কবিতা ও সংগীত, (১৮৭০), ‘নিসর্গসঙ্গীত’ (১৮৮১), ‘মায়াদেবী’ (১৮৮২), ‘বাউলবিংশতি’ (১৮৮৭), ’গোধূলি’ (১৮৯৯) প্রভৃতি।
তিনি বঙ্গপ্রকৃতির শোভা অপূর্ব ভাব-ভাষা ও ছন্দ-অলঙ্কার প্রয়োগের মাধ্যমে বর্ণনা করেছেন – ‘নিসর্গসন্দর্শন’ কাব্যগ্রন্থে।
বিশিষ্ট এই গীতিকবি মৃত্যুবরণ করেন – ২৪ মে ১৮৯৪ সালে (বয়স ৫৯)।
#Biharilal_Chakraborty
#বিহারীলাল_চক্রবর্তী
#Biography_Of_Biharilal_Chakraborty
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: