হানিফ সংকেতের স্টাইলে বর্তমান ঈদ বাজার নিয়ে ছন্দকথা-hanif songketer style e bortoman ed bajar
Автор: ছন্দকথা- Chondokotha
Загружено: 2020-05-24
Просмотров: 811
Описание:
'ছন্দকথা' চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি মোঃ আশিকুর রহমান আশিক ।
"ছন্দকথা" চ্যানেলের প্রত্যেকটি ভিডিও ছন্দ ব্যবহার করে পরিচালনা করা হয়/হবে বিধায় এই চ্যানেলের নামকরণ করা হয়েছে "ছন্দকথা" । এই চ্যানেলের ভিডিওগুলো প্রতিবেদন আকারে হবে। ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন এছাড়াও বিভিন্ন ধরনের গান, কৌতুক, নাটক, অভিনয় দেখানো হবে ।
বিভিন্ন অভিনয় শিল্পী যেমন-মান্না, শাকিব খান, ডিপজল, মিশা সওদাগর,মিজু আহমেদ, এটিএম, কাবিলা, দিলদার, ভাদাইমা,রবি চেংকু,আ খ ম হাসান, মোশাররফ করিম, দেব,জিত,কে ডি পাঠক,জেসওয়াল,মটু-পাটলু,গোপাল ভার এছাড়াও আরও অনেকের কন্ঠ নকল করে দিনে দিনে দেখানো ও শুনানো হবে ।
আবার, বিভিন্ন কন্ঠ শিল্পী যেমন-মনির খান, এস আই টুটুল, আসিফ, তসিফ,ইমরান এছাড়াও আরও শিল্পীদের কন্ঠনকল করে গান শুনানো হবে।
বি:দ্র, মুখ ব্যবহার করে তবলা, প্যাট,কিবোর্ড,গিটার, হারমোনিয়ামসহ আরও বিভিন্ন বাদ্যযন্ত্রের বিভিন্ন ধরনের বাজনা শুনানো হবে । আরও বিভিন্ন পশুপাখির কন্ঠের শব্দ, আওয়াজ ইত্যাদি নকল করে দেখানো হবে ।
এছাড়াও বিভিন্ন যানবাহনের মেশিনের শব্দ শুনিয়ে বিনোদন দেয়া যেতে পারে ।
তাই ঐসব শুনতে ও দেখতে হলে অবশ্যই 'ছন্দকথা' চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন । ধন্যবাদ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: