মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী এ তিন আমাদের মুক্তিযুদ্ধ পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্বপরিচয়
Автор: Soyeb Ahmed Khan Sourav
Загружено: 2025-03-11
Просмотров: 128
Описание:
পঞ্চম শ্রেণী বা ক্লাস ফাইভ এর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকে অধ্যায় ৩ আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী।
১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল ওসমানী, উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেডে ভাগ করা হয়েছিল। মেজর খালেদ মোশারফ এর নেতৃত্বে কে ফোর্স, মেজর কে এম শফিউল্লাহ নেতৃত্বে এস ফোর্স, জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। আবার মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ১ নং সেক্টরে ছিল চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ২ নং সেক্টরে ছিল কুমিল্লা ফরিদপুর জেলা ঢাকা ও নোয়াখালী জেলার অংশ বিশেষ ৩ নম্বর সেক্টরে ছিল মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া কেরানীগঞ্জের অংশবিশ্বাস ৪ নাম্বার সেক্টরে ছিল হবিগঞ্জ মধ্যবর্তী অঞ্চল পাঁচ নাম্বার সেক্টরে ছিল সিলেট জেলার উত্তর অঞ্চল ৬ নম্বর সেক্টরে ছিল রংপুর দিনাজপুর জেলা সাত নম্বর সেক্টরে ছিল রাজশাহী পাবনা বগুড়া দিনাজপুর জেলার অংশবিশেষ। আট নাম্বার সেক্টরে ছিল কুষ্টিয়া যশোরে খুলনা জেলা। নয় নম্বর সেক্টরে ছিল বরিশাল পটুয়াখালী খুলনা এবং ফরিদপুর জেলার অংশ বিশেষ। ১০ নম্বর সেক্টরের কোন আঞ্চলিক সীমানা ছিল না। নৌবাহিনী কমান্ডো নিয়ে গঠিত ছিল। নৌ অভিযানের প্রয়োজনে যে কোন সেক্টরে এলাকায় গিয়ে অপারেশন শেষে ১০ নং সেক্টরে ফিরে আসত। সেক্টর 11 তে ছিল টাঙ্গাইল ময়মনসিংহ জেলার অংশবিশেষ। স্থানীয় ছোট ছোট যোদ্ধা বাহিনী ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া হতো। তারা গেরিলাও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। ১ লক্ষ গেরিলাও বেসামরিক যোদ্ধা সমন্বয়ে গঠিত মুক্তি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্তিফৌজ।
#মুক্তিযুদ্ধ #ক্লাস৫ #পঞ্চম_শ্রেণি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: