নগরীর মোটেল সৈকতে অভিযান : জামায়াত-শিবির সন্দেহে আড়াইশ জন আটক
Автор: Cplus TV
Загружено: 2018-06-23
Просмотров: 10998
Описание:
নগরীর স্টেশন রোড পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত হোটেলে অভিযান চালিয়ে পুলিশ। অভিযানে জামায়াত শিবির সন্দেহে প্রায় আড়াইশ জনকে আটক করেছে। আজ শনিবার রাতে পারাবার নামে একটি সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান চলাকালে পুলিশ পুরো মোটেল সৈকত ঘেরাও করে এ অভিযান চালায়।
কোতোয়ালী থানার ওসি মো. মহসীন অভিযানের বিষয়টি স্বীকার করেছেন।
আটককৃতদের মধ্যে মহানগর জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারী আ জ ম ওবায়দুল্লাহ রয়েছেন বলে জানা গেছে। আটককৃতদের সবাইকে কোতোয়ালী থানায় নেয়া হয়েছে। সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ আব্দুর রউফ জানান, “পারাবার” নামে সাংস্কৃতিক সংগঠন নামে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরীর (দক্ষিণ) কমিটি গঠনের জন্য জনশক্তি জড়ো করা হয়েছিল। গোপন সংবাদের ভিক্তিতে শতাধিক পুলিশ মোটেল সৈকত দুই ঘন্টা ঘেরাও করে অভিযান চালিয়ে প্রায় আড়াইশ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নগরীর বিভিন্ন থানার মামলা আসামী রয়েছে। যাচাই বাচাই শেষে যাদের নামে মামলা আছে তাদরে গ্রেফতার করে নিরাপরাধ কেউ থাকলে ছেড়ে দেয়া হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: