Jol O Jongoler Kabbo (জল ও জঙ্গলের কাব্য)
Автор: Munirul Hasan
Загружено: 2014-12-15
Просмотров: 12970
Описание:
জল ও জঙ্গলের কাব্য
=======================
হারিয়ে যাবার আগেই যারা আরো কিছুদিন ছুঁয়ে দেখতে চান অনাবিল সবুজ, মাছের জন্য বড়শি হাতে বসে থাকতে চান নিস্তরঙ্গ দুপুরে তাদের জন্য অপেক্ষায় আছে ‘জল ও জঙ্গলের কাব্য’। এক নিভৃতচারী মানুষের স্বপ্নসাধ বলা যায় এই আয়োজন, ঢাকার অদূরে পূবাইলে ৯০ বিঘা জমির উপর গড়ে উঠেছে একটুকরো গ্রাম। বাঁশ আর পাটখড়ির বেড়া, উপরে ছনের ছাউনি, সামনে দিগন্ত বিস্তৃত জলের নাচন।
এটি সুন্দর একটি প্রাকৃতির রিসোর্ট যা আসলে একজন অবসরপ্রাপ্ত পাইলটের শখের বাড়ি। নাম তাঁর পাইলট কামাল। একটা গ্রামের কিছু অংশ এবং বিল কিনে কোনরকম পরিবর্তন ছাড়াই এটিকে তিনি একটি রিসোর্ট হিসেবে বানিয়েছেন।
সুন্দর দিন কাটানোর জন্য এক আদর্শ স্থান এটি। সুন্দর, ছিমছাম কটেজগুলোর চারপাশ খোলা। আর তার মধ্যেই রয়েছে খাট-পালং, সোফা, চেয়ার, টেবিলসহ বসার আয়োজন। শুয়ে বসে প্রকৃতি দেখার সুযোগ আপনি এখানে পাবেন। জলাশয়ে ফুটে থাকা শাপলার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবো। বর্ষাকালে পুরো এলাকাটির চারপাশে পানি থৈ থৈ করে। এক মায়াবী আবেশ তৈরি করে। আর শীতকালে দেখা মেলে অতিথি পাখির। প্রচুর গাছপালার ছায়া সুনিবিড় এক ক্ষেত্র এটি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: