কৈ মাছ চাষের জন্য ৪-৫ মাস পানি থাকে এ রকম ১৫-৫০ শতাংশের পুকুর নির্বাচন করতে হবে।
Автор: সুবর্ণ মৎস্য নার্সারি
Загружено: 2025-04-30
Просмотров: 79
Описание:
ভিয়েতনামী কৈ মাছের পোনা-Climbing Perch seeds for sale:-কৈ মাছ বাংলাদেশের মানুষের কাছে আবহমানকাল ধরে একটি অত্যন্ত জনপ্রিয় মাছ হিসেবে পরিচিত। এ মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর এবং কম চর্বিযুক্ত। জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় বিধায় এ মাছের বাজারমূল্য তুলনামূলকভাবে বেশি।
অতীতে এ মাছটি খাল-বিল, পুকুর-ডোবা, হাওর-বাঁওড় এবং প্লাবনভূমিতে প্রচুর পরিমাণে পাওয়া যেত। কিন্তু দেশে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য বাঁধ নির্মান, প্রাকৃতিক জলাশয়ে পলিমাটি পড়ে ক্রমশ ভরাট হয়ে গভীরতা কমে যাওয়া, শিল্পকারখানার বর্জ্য, পৌর ও কৃষিজ আবর্জনার জন্য পানির দূষণ, নির্বিচারে মাছ আহরণ আর সেই সাথে মাছের রোগবালাই বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ জলাশয়ে এ মাছটির প্রাচুর্যতা কমে যাচ্ছে।
পাশাপাশি নদী-নালা, খাল-বিল, প্লাবনভূমি ও মোহনায় প্রাকৃতিক বিচরণ ও প্রজনন ক্ষেত্র বিনষ্ট হয়ে যাওয়ায় মাছটি ইতোমধ্যে বিপন্ন প্রজাতির মাছ বলে চিহ্নিত হয়েছে। দেশীয় প্রজাতির অত্যন্ত মূল্যবান এ মাছটির বিলুপ্তি রোধকল্পে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নিবিড় গবেষণার এর কৃত্রিম প্রজনন, পোনা উৎপাদন ও চাষ প্রযুক্তি উদ্ভাবনে সফলতা লাভ করেছে।
ফলশ্রুতিতে কৈ মাছের পোনা প্রাপ্তি ও চাষ পদ্ধতি যেমন সুগম হয়েছে তেমনি এ মাছটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে এর জীববৈচিত্র্য সংরক্ষণের পথও উন্মোচিত হয়েছে।
কৈ মাছের বৈশিষ্ট্যঃ-
কৈ মাছ সাধারণত আগাছা, কচুরিপানা এবং ডালপালা অধ্যুষিত জলাশয়ে স্বচ্ছন্দ্যে বসবাস করে থাকে।কম গভীরতাসম্পন্ন পুকুরে এদের চাষ করা যায়। অতিরিক্ত শ্বসন অঙ্গ থাকায় এরা বাতাস থেকে অক্সিজেন নিয়ে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে বিধায় জীবিত অবস্থায় বাজারজাত করা যায়। এরা কম রোগবালাই ও বিরূপ প্রাকৃতিক জলজ পরিবেশে অত্যন্ত সহনশীল।
কৈ মাছের চাষঃ- পুকুর প্রস্তুতি
কৈ মাছ চাষের জন্য ৪-৫ মাস পানি থাকে এ রকম ১৫-৫০ শতাংশের পুকুর নির্বাচন করতে হবে।
পুকুর শুকিয়ে অবাঞ্চিত মাছ ও জলজ প্রাণি দূর করতে হবে।
পোনা মজুদের পূর্বে প্রতি শতাংশে ১.০ কেজি হারে কলি চুন প্রয়োগ আবশ্যক। চুন প্রয়োগের ৫ দিন পরে পোনা মজুদের ব্যবস্থা নিতে হবে।
পোনা মজুদ ও ব্যবস্থাপনা
প্রস্তুতকৃত পুকুরে প্রতি শতাংশে ১ গ্রাম ওজনের সুস্থ-সবল ৩০০-৩৫০টি পোনা মজুদ করতে হবে। পোনা মজুদের দিন থেকে ৩০% প্রোটিন সমৃদ্ধ সম্পূরক পিলেট খাদ্য মাছের দেহ ওজনের ১৫-৪% হারে সকাল ও বিকালে পুকুরে ছিটিয়ে সরবরাহ করতে হবে। প্রতি ১৫ দিন পর পর জাল টেনে মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করে খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে।
কৈ মাছের পুকুরে প্রচুর প্লাংটনের আধিক্য পরিলক্ষিত হয়ে থাকে, এই প্লাংটন নিয়ন্ত্রনের জন্য প্রতি শতাংশে ৮-১০ টি মনোসেক্স তেলাপিয়া ও ২-৩ টি সিলভার কার্পের পোনা মজুদ করা যেতে পারে।
মাছ আহরণ ও উৎপাদনআধা নিবিড় পদ্ধতিতে কৈ মাছ চাষ করলে ৪-৫ মাসের মধ্যে ৬০-৭০ গ্রাম ওজনের হয়ে থাকে।
এ সময় জাল টেনে এবং পুকুরের সমস্ত পানি শুকিয়ে মাছ ধরার ব্যবস্থা নিতে হবে। এ পদ্ধতিতে ৫-৬ মাসে হেক্টর প্রতি ৪,৫০০-৫,০০০ কেজি কৈ, ৫০০ কেজি গিফট তেলাপিয়া ও ২৫০-৩০০ কেজি সিলভার কার্প মাছ উৎপাদন করা সম্ভব। আয়-ব্যয়এক হেক্টর জলাশয়ে ৫-৬ মাসে ২.০-২.৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ২.৫-৩.০ লক্ষ টাকা মুনাফা অর্জন করা সম্ভব।
অপেক্ষাকৃত ভাল উৎপাদন পাওয়ার লক্ষ্যে নিম্মবর্নিত বিষয় সমুহের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবেঃ
কৈ মাছ চাষে পানির গুণাগুণ মাছ চাষের উপযোগী রাখার জন্য পিএইচ ৭.৫-৮.৫ ও অ্যামোনিয়া ০-০.০২ মিলি/লি. মাত্রায় রাখা আবশ্যক। এ জন্য প্রতি ১৫ দিন পর পর চুন ২৫০-৩০০ গ্র্রাম/শতাংশ পুকুরে প্রয়োগ করতে হবে। তাছাড়া লবন ২০০-৩০০ গ্র্রাম/শতাংশ হারে প্রতি মাসে পুকুরে ব্যবহার করতে হবে।
#কৈ #মাছ, কৈ মাছের পোনা, কৈ মাছ চাষ পদ্ধতি, কৈ মাছ চাষের পদ্ধতি, কই মাছের খাবার, কই মাছের পোনা বিক্রয় কেন্দ্র ময়মনসিংহ, কৈ মাছের পোনা কোথায় পাওয়া যায়, ভিয়েতনামী কৈ মাছ, #ভিয়েতনামী #কৈ মাছের #পোনা, ভিয়েতনামী কৈ মাছ চাষ পদ্ধতি, ভিয়েতনামী কৈ মাছ চাষের পদ্ধতি, ভিয়েতনামি কৈ মাছের পোনা কোথায় পাওয়া যায়, ভিয়েতনাম কই মাছের পোনা বিক্রয় কেন্দ্র ময়মনসিংহ,
#কৈ #মাছ, কৈ মাছের পোনা, কৈ মাছ চাষ পদ্ধতি, কৈ মাছ চাষের পদ্ধতি, কই মাছের খাবার, কই মাছের পোনা বিক্রয় কেন্দ্র ময়মনসিংহ, কৈ মাছের পোনা কোথায় পাওয়া যায়, ভিয়েতনামী কৈ মাছ, #ভিয়েতনামী #কৈ মাছের #পোনা, ভিয়েতনামী কৈ মাছ চাষ পদ্ধতি, ভিয়েতনামী কৈ মাছ চাষের পদ্ধতি, ভিয়েতনামি কৈ মাছের পোনা কোথায় পাওয়া যায়, ভিয়েতনাম কই মাছের পোনা বিক্রয় কেন্দ্র ময়মনসিংহ,
Climbing Perch seeds for sale,Climbing Perch seeds farm,Climbing Perch seeds farm 2025,koi fish,koi fish seeds for sale,koi fish farm, Vietname koi fish, Vietname koi fish farm in Bangladesh,Vietname koi fish farm in Bangladesh 2025, Vietname koi fish seeds for sale,Climbing Perch seeds for sale,Climbing Perch seeds farm,Climbing Perch seeds farm 2025,koi fish,koi fish seeds for sale,koi fish farm, Vietname koi fish, Vietname koi fish farm in Bangladesh,Vietname koi fish farm in Bangladesh 2025, Vietname koi fish seeds for saleভিয়েত কৈ মাছ চিনার বৈশিষ্ট্য কি তা বিস্তারিত জানতে হলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন? মোবাইল নাম্বার 01606645469..01614607328.. IMO WhatsApp নাম্বারে যোগাযোগ করুন? ভিয়েত কৈ মাছ কিভাবে চিনবেন আমার ফুল ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ কোনটা হাইব্রিড কোনটা ভিয়েত কৈ মাছ তা আপনারা জানতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিং ত্রিশাল
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: