আমের শোষক পোকা বা হোপার কি । আম বেশি ধরার উপায় । আমের শোষক পোকা । কৃষি বাতায়ন ( krish i bataoun )
Автор: Study And Tips Master
Загружено: 2020-04-25
Просмотров: 120
Описание:
#আমের শোষক পোকা #কৃষি বাতায়ন #Study And Tips Master
আমের শোষক পোকা বা হোপার কি । আম বেশি ধরার উপায় । আমের শোষক পোকা । কৃষি বাতায়ন ( krish i bataoun )
রোগের নামঃ
আমের শোষক পোকা বা হোপার
লক্ষণঃ
১। আমের শোষক পোকা বা হোপার আকান্ত গাছের কাছে গেলে চটচট শব্দ পাওয়া যায় এবং পোকা গায়ে এসে পড়ে। ২। শোষক পোকা কচি পাতা ও মুকুল থেকে রস চুষে খায় । আকান্ত মুকুল শুকিয়ে বাদামী হয়ে যায় এবং ঝড়ে পড়ে । এতে ফল ধরেনা এমনকি ধরলেও সদ্য গঠিত আমের গুটি থেকে রস শুষে খাওয়ার কারণে তা ঝড়ে যায়। এরা এক ধরনের আঠালো মধুরস ঝড়ায়, ফলে শুটি মোল্ড ছত্রাকের আক্রমণ ঘটে এবং আক্রান্ত অংশ কাল হয়ে যায় ।
ব্যবস্থাপনাঃ
১। আকান্ত গাছ খুব ঘন হলে কিছু ডালপালা ছাটিয়ে আলো চলাচলের ব্যবস্থা করা । ২। পরিস্কার পানি স্প্রে করে দিলে পোকার আক্রমণের ব্যপকতা কমে । ৩। নিম্বিসিডিন ০.৫ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা অথবা মকুল আসার আগে আগে একবার এর ১০-১৫ দিন পর অর্থাৎ মুকুল আসার ১০ দিনের মধ্যে দ্বিতীয় বার এবং ফল গুটি গুটি হলে তৃতীয়বার অনুমোদিত কীটনাশক যেমন: রিপকর্ড বা ফাইটার ১ মি.লি./ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
সাবধানতাঃ
১। বাগান অপরিচ্ছন্ন রাখবেন না ।
করনীয়ঃ
১। ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন । ২। পরিস্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন ৩। নিয়মিত বাগান পরিদর্শন করুন।
FB link: / mahedeehasan.bappy
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: