মানুষের আকৃতি নিয়ে ঠাট্টা করা নিষিদ্ধ ইসলামের নির্দেশনা | মিজানুর রহমান আজহারী |
Автор: ইসলামিক শিক্ষা ঘর
Загружено: 2024-10-11
Просмотров: 102
Описание:
কোরআন এবং হাদিস উভয়েই মানুষের আকৃতি নিয়ে খোটা দেওয়া বা ঠাট্টা করার নিন্দা করা হয়েছে। ইসলাম মানুষের মর্যাদাকে উচ্চতর হিসেবে বিবেচনা করে এবং সকলকে সম্মান করার নির্দেশ দেয়, তা তাদের বাহ্যিক রূপ যেমনই হোক না কেন।
কোরআনের ভিত্তিতে:
কোরআনের সূরা আল-হুজরাতের ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন:
"হে মুমিনগণ, এক দল অন্য এক দলকে উপহাস করো না। হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। এবং নারীরা নারীদের উপহাস করো না; হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। নিজেদেরকে দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমানের পরে মন্দ নাম খুবই জঘন্য। যারা তওবা না করে, তারাই অত্যাচারী।" (সূরা আল-হুজরাত, ৪৯:১১)
এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, কাউকে ঠাট্টা করা বা অপমান করা ইসলামে নিষিদ্ধ। কারণ, একজনের বাহ্যিক অবস্থা বা আচরণ তার আসল গুণাবলির মাপকাঠি নয়। আল্লাহর দৃষ্টিতে মানুষ তাদের তাকওয়া বা ধার্মিকতার ভিত্তিতে শ্রেষ্ঠ।
হাদিসের ভিত্তিতে:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:
"একজন মুসলিম অপর মুসলিমের ভাই; সে তার প্রতি অত্যাচার করবে না এবং তাকে অপমানও করবে না। তাকওয়া এখানে (অর্থাৎ তিনি নিজের বুকে ইশারা করলেন)। একজন ব্যক্তির পক্ষে যথেষ্ট অপমান এটা যে, সে তার মুসলিম ভাইকে ছোট করে।" (মুসলিম শরীফ, হাদিস: ২৫৬৪)
এ হাদিসে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পরিষ্কারভাবে বলেছেন যে, একজন মুসলিম অপর মুসলিমকে অপমান বা হেয় করতে পারবে না, এবং কাউকে ছোট করে দেখা একজনের জন্য বড় অপমান।
সংক্ষিপ্ত ব্যাখ্যা:
ইসলামে মানুষের সম্মান ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের বাহ্যিক রূপ নিয়ে ঠাট্টা করা বা খোটা দেওয়া তাদের মানসিক ও আত্মিক ক্ষতি করে এবং সমাজে বিভেদ সৃষ্টি করে। কোরআন ও হাদিসে এমন আচরণের কঠোর নিন্দা করা হয়েছে এবং মুসলিমদেরকে একে অপরের প্রতি সম্মান দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: