এবার আপনার চাকরি হবেই! চাকরি খোজার জন্য অভিনব ১০টি কৌশল [Job search for the new 10 strategies]
Автор: Ruposhi Bangla Tv
Загружено: 2017-02-13
Просмотров: 26684
Описание:
এরকম ১০টি কৌশল নিয়ে আজ আমাদের উপস্থাপনাঃ
১। চাকরি খোজা
আপনাকে একটা সময় ধরে চাকরি খুজতে হবে, এবং সময় মত সেখানে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে, এবং যদি সাক্ষাত্কার এর জন্য ডাকে তাহলে কোনো আলসেমি নয় অবশ্যই যেতে হবে।
২। আপনি কী চান
আপনার জীবনবৃত্তান্ত পাঠানোর আগে আপনি ভাবুন আপনি কি চান, কোন ধরনের চাকরির জন্য আপনি সাক্ষাত্কার দিতে চান।
৩। একটি সুন্দর, আকর্ষণীয় এবং যুক্তি-সম্মত জীবনবৃত্তান্ত লিখুন
নিজস্ব কভার লেটার
আপনার জীবনবৃত্তান্ত এমনভাবে লিখুন যাতে মনে হয় সত্য, আপনার রেজাল্ট, আপনি কি পারেন, আপনার অভিজ্ঞতা কি, আপনি কি করতে ভালবাসেন ইত্যাদি।
৪। চাকরির সাইট সমূহে নিয়মিত খোজ খবর রাখা
কাজের সাইট পরিদর্শন
নিয়মিত চাকরির সাইট সমূহে খোজ খবর নিন কোন চাকরি ভালো কোন চাকরি ভালো না ইত্যাদি।
৫। নিজ এলাকায় বিজনেস টার্গেট
আপনি হতাস হবেন না। আপনি চাকরি পাচ্ছেন না তো? টার্গেট রাখেন আপনি যা জানেন তা দিয়ে এলাকায় একটি ব্যবসা প্রতিস্টান খুলার।
6. ক্যারিয়ার ভিত্তিক সামাজিক নেটওয়ার্কিং
একটি প্রফেশনাল একাউন্ট খুলুন যেমন Linkedin.com, twitter.com, about.me ইত্যাদি।
৭। নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলুন
আপনি একটা নেটওয়ার্ক গড়ে তুলুন এতে আপনার চাকরি খুজে পেতে আরও সুবিধা হবে।
৮। ব্যাবহার করুন পুরুনো দিনের সম্পর্ক
আপনার বন্ধু অথবা চাচাতো ভাই অথবা পরিচিত কেউ ভালো চাকরি করে, তাকে ধরুন বলুন আপনার মনের কথা, এতে আপনার চাকরি পেতে আরও তারাতারি হবে।
৯। সাক্ষাৎকার এর জন্য প্রস্তুত হোন
সাক্ষাৎকার এর জন্য প্রস্তুত হোন, একা একা চর্চা করুন, যাতে করে আপনি ভাইবা বোর্ডে গিয়ে ভালো করতে পারেন, নির্ভয়ে সব প্রশ্নের উত্তর দিতে পারেন।
১০। অনুসরণ করুন
কাজের জন্য আপ অনুসরণ করুন
আপনি যার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তাকে অনুসরণ করুন, তাঁর সাথে কুনো ধরনের বেয়াদবি করবেন না।
সূত্রঃ অউন্ডার লিস্ট
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: