কোনো এক গাঁয়ের বধূর কথা—হেমন্ত মুখোপাধ্যায়
Автор: কত কথা, কত সুর
Загружено: 2021-07-18
Просмотров: 941199
Описание:
গাঁয়ের বধূ
কথা ও সুর: সলিল চৌধুরী
শিল্পী: হেমন্ত কুমার মুখোপাধ্যায়
প্রকাশ কাল: ১৯৪৯
GE 7533/SEDE 3048
© The Gramophone Co. of India Ltd.
কোনো এক গাঁয়ের বধূর
কথা তোমায় শোনাই শোনো
রূপকথা নয় সে নয়,
জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে
গাঁথা মালা শিশির ভেজা
কাহিনি শোনাই শোনো।।
একটুখানি শ্যামল-ঘেরা
কুটিরে তার স্বপ্ন শত শত,
দেখা দিত ধানের শিষের ইশারাতে
দিবাশেষে কিষান যখন আসত ফিরে
ঘি মৌ মৌ আম কাঁঠালের
পিঁড়িটিতে বসত তখন,
সবখানি মন উজাড় করে
দিত তাতে কিষানি
সেই কাহিনি শোনাই শোনো।।
ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা
গ্রামখানি কোন মায়া ভরে,
শ্রান্তজনে হাতছানিতে
ডাকত কাছে আদর করে
সোহাগ ভরে।
নীল শালুকে দোলন দিয়ে রঙ ফানুসে ভেসে
ঘুমপরী সে ঘুম পাড়াত
এসে কখন জাদু করে,
ভোমরা যেত গুনগুনিয়ে
ফোটা ফুলের পাশে।
আকাশে বাতাসে সেথায় ছিল
পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ
সেখানে বারো মাসে তেরো পাবন
আষাঢ় শ্রাবণ কি বৈশাখে
গাঁয়ের বধূর শাঁখের ডাকে,
লক্ষ্মী এসে ভরে দিত
গোলা সবার ঘরে ঘরে
হায় রে কখন এল শমন
অনাহারের বেশেতে
সেই কাহিনি শোনাই শোনো।।
ডাকিনী যোগিনী এল শত নাগিনী
এল পিশাচেরা এল রে
শতপাকে বাঁধিয়া নাচে তাথা তাধিয়া
নাচে তাথা তাধিয়া নাচে রে।
কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে
গেল প্রাণ শত প্রাণ গেল রে
মায়ার কুটিরে নিল রস লুটিরে
মরুর রসনা এল রে।।
হায় সেই মায়াঘেরা সন্ধ্যা
ডেকে যেত কত নিশিগন্ধা,
হায় বধূ সুন্দরী কোথায় তোমার সেই
মধুর জীবন মধুছন্দা?
হায় সেই সোনাভরা প্রান্তর
সোনালি স্বপন ভরা অন্তর,
হায় সে কিষানের কিষানির জীবনের
ব্যথার পাষাণ আমি বহি রে।।
আজও যদি তুমি
কোনো গাঁয়ে দেখো ভাঙা কুটিরের সারি
জেনো সেইখানে সে গাঁয়ের বধূর
আশা স্বপনের সমাধি।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: