আত্মহত্যার শাস্তি ও ভয়াবহতা।
Автор: Muslim
Загружено: 2022-04-18
Просмотров: 6
Описание:
জীবনের চলার পথটা সর্বদা মসৃণ হবে না এটাই স্বাভাবিক। তবুও দুনিয়াবি জীবনের দুঃখ-দুর্দশা, ব্যথা-বেদনা, পাওয়া না পাওয়ার বিভিন্ন হতাশা আর নানান সমস্যার সম্মুখীন হয়ে; আমরা বেমালুম ভুলে যাই যে ক্ষণিকের এই জীবনটা আমাদের চির সুখের আবাস নয়। ধোঁকায় মোড়ানো চাকচিক্যময় এই দুনিয়াটা স্রেফ একটা পরীক্ষাক্ষেত্র মাত্র। আর পরীক্ষাক্ষেত্র থেকে পলায়ন করা কোন পরীক্ষার্থীর জন্যই কল্যাণকর নয়। পরম করুণাময় মহান আল্লাহ তা'আলা আমাদের প্রতিটি পদক্ষেপই পর্যবেক্ষণ করছেন। তিনি কাউকে নিরাশ করেন না, ঠকান না। পরীক্ষানুসারে সকলের প্রাপ্য তিনি অবশ্যই বুঝিয়ে দেবেন।
সুখের সময়ে শুকরিয়া আদায় আর দুঃখের সময়ে ধৈর্যশীল হওয়াই মুমিন জীবনের রুটিন ওয়ার্ক। মূলত আত্মহত্যা জীবনের কোন সমস্যারই ইতি টানে না। আর এটা কোন সমস্যার সমাধানও নয়। বরং দুনিয়াবি জীবনের সামান্য সমস্যা থেকে পলায়ন করতে যেয়ে অনন্তকালের মহা সমস্যার পথে পাড়ি দেওয়ার নামান্তর হলো আত্মহত্যা।
জীবনটা অনেক সুন্দর। এটাকে যাপন করুন। এটা দিয়েই চির সুখের আবাস জান্নাতকে নিশ্চিত করুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: