সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকার পাহাড় | SWISS Bank
Автор: desh voice
Загружено: 2021-06-24
Просмотров: 71
Описание:
#SWISSBank #সুইসব্যাংক #বাংলাদেশ
সুইজারল্যান্ড । পৃথিবীর উন্নত দেশ গুলোর অন্যতম । সুইস ব্যাংকে বাংলাদেশিদের যে পরিমান অর্থ জমা রয়েছে তা দেশের ১০টি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান ৷ তবে আশার কথা হলো সুইজ ব্যাংকে বাংলাদেশীদের জমা টাকার পরিমান গেলো বছরের তুলনায় শতকরা ৭ শতাংশ কছে । সেব শেষ হিসাব অনুযায়ী সুইজ ব্যাংকে বাংলাদেশীদের ৫ হাজার ২০১ কোটি টাকার বেশি জমা রয়েছে । ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে জমার পরিমাণ কমেছে বাংলাদেশী টাকায় প্রায় ৩৭০ কোটি টাকা৷
৩শ বেশি বছর ধরে সুইজারল্যান্ডের ব্যাংক গুলোতে রাখা হচ্ছে কালো টাকা । ১৯৩৪ সালের আইন অনুযায়ী দেশটির ব্যাংক গুলো তাদের গ্রাহকদের সকল তথ্য গোপন রাখতে বাধ্য । যার কারণে ব্যাংক গুলো গ্রাহকদের কোন তথ্য প্রকাশ করে না । পৃথিবীর বিভিন্ন ব্যাংকে সুদের হার অনেক বেশি হলে সুইজার ল্যান্ডের সু্জ ব্যাংকে সুদের হার ১ পাসেন্ট এর নীচে । সুইজ ব্যাংকে টাকা রাখলে লভ্যাংশ পাওয়া তো দুরে থাক অনেক সময় মুলধর থেকে অথ কাটা যায় । তার মানে ব্যাংকে টাকা জমা রাখলে উল্ট ব্যায়ককে টাকা দিতে হবে । তবুও নিরাপত্তার কারণে সারা বিশ্বের মানুষ এ ব্যাংকে টাকা জমা রাখার জন্য হুমড়ি খেয়ে পড়ে । সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইজ ফ্রাঙ্ক ।
সুইজারল্যান্ডের ব্যাংক গুলোতে চাইলেই আপনি একাউন্ট করতে পারেবন না । স্বশরীরে গিয়ে একাউন্ট খুলতে হবে । প্রথমকি জমা দিতে হবে ১ লাখ ডলার । যা বাংলাদেশী টাকায় ৮৪ লাখ টাকা । রক্ষনাবেক্ষনের জন্য খরচ হয় প্রায় লাখ টাকা ।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতীয়দের সুইস ব্যাংকে জমানো অর্থের পরিমাণে এবার বড় উল্লম্ফন ঘটেছে ৷ ৮৯ কোটি ১৯ লাখ সুইস ফ্রাঙ্ক থেকে বেড়ে ২.৫৫ বিলিয়ন হয়েছে ৷ পাকিস্তানিদের জমা অর্থের পরিমাণ ৩৫ কোটি ৯৬ লাখ থেকে প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ৬৪ কোটি ২২ লাখ সুইস ফ্রাঙ্ক৷ সুইজ ব্যাংকে অথ জমা দেয়া দেশের তালিকার মধ্যে বাংলাদেশীদের অবস্থান ৮৫তম । আর ভারতীয়দের অবস্থান ৭৭তম ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: