মোহনবাগানের টুডু বোসের মামাবাড়ির দুর্গাপুজো ও শোভবাজার ঘুরে দেখা ll Kolkata Durga Pujo
Автор: The Explorer Siddharth
Загружено: 2025-09-26
Просмотров: 49
Описание:
টুডু বোসের মামাবাড়ির দুর্গাপুজো কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী বনেদি দুর্গাপুজো। উত্তর কলকাতার এই পুজো কয়েক শতাব্দী পুরনো এবং আজও জমকালো ঐতিহ্য বহন করে চলেছে। বনেদি পরিবারের দুর্গাপুজোগুলির মধ্যে টুডু বোসের মামাবাড়ির পুজো বিশেষভাবে খ্যাত তার প্রাচীন রীতি, মহালয়ার দিন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত অনাড়ম্বর অথচ ঐতিহ্যমণ্ডিত আচার অনুষ্ঠানের জন্য।
এখানকার প্রতিমা সাধারণত একচালার (একফ্রেমে মা ও পরিবার) হয়, যা পুরনো কলকাতার বনেদি বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য। খাঁটি ঢাক, শঙ্খধ্বনি আর চণ্ডীপাঠের আবহে এখানে পূজার পরিবেশ অন্যরকম হয়ে ওঠে। বিশেষ করে সপ্তমী অষ্টমীর অঞ্জলি আর সন্ধিপুজোর সময় এই বনেদি বাড়িতে অসংখ্য দর্শনার্থীর ভিড় হয়।
এই পুজোয় আজও অনেকটা সেই পুরনো দিনের ছোঁয়া রয়ে গেছে—আত্মীয়স্বজন, প্রতিবেশী, আর সাধারণ মানুষ একসাথে মিলেমিশে পূজার আনন্দ ভাগ করে নেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: